Advertisement

FIFA World Cup 2022: আমিরের আমন্ত্রণ, ভারতের প্রতিনিধি হয়ে কাতার যাচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

Qatar FIFA World Cup 2022: কাতারে (Qatar) ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) উদ্বোধনী (Inauguration) অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ। কাতারের আমির (Amir of the State of Qatar) শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে কাতার সফর করবেন ধনখড়।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Nov 2022,
  • अपडेटेड 12:44 AM IST
  • কাতারে (Qatar) ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) উদ্বোধনী (Inauguration) অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়
  • ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ
  • কাতারের আমির (Amir of the State of Qatar) শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে কাতার সফর করবেন ধনখড়

Qatar FIFA World Cup 2022: কাতারে (Qatar) ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) উদ্বোধনী (Inauguration) অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Vice President Jagdeep Dhankhar)। ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ। কাতারের আমির (Amir of the State of Qatar) শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে কাতার সফর করবেন ধনখড়। ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি, কাতারে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে বাক্যবিনিময় করবেন।

বিদেশমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, ভারত ও কাতারের বাণিজ্য, শক্তি, নিরাপত্তা, প্রতিরক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। গত আর্থিক বছরে, দ্বিপাক্ষিক বাণিজ্য ১৫ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। কাতার ভারতের শক্তি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অংশীদারের ভূমিকা পালন করে ও উপসাগরীয় দেশের খাদ্য নিরাপত্তায় অংশগ্রহণ করে। ভারত এবং কাতার আগামী বছর পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন করবে। 

এবারের বিশ্বকাপে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের জন্য শেষ সুযোগ। এখনও পর্যন্ত তাঁদের ঝুলিতে একটিও বিশ্বকাপ জয় আসেনি। ৩২ দল, ৬৪ ম্যাচ, ২৯ দিনের ম্যাচ। এবছর জয়ের মুকুট কোন দলের কাছে যাবে? উত্তেজনার পারদ তুঙ্গে। সবমিলিয়ে বিশ্বকাপ স্বাভাবিকভাবেই সব দিক থেকেই বিশেষ হতে চলেছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement