Advertisement

বল ধরতে গিয়ে হামাগুড়ি, তবুও চার ঠেকাতে ব্যর্থ ফিল্ডার, দেখুন VIRAL VIDEO

ক্রিকেটে নানা ধরনের মজার ঘটনা ঘটে। ঠিক তেমনই এক ঘটনা ঘটল প্রমোদ পাতিল স্মৃতি টুর্নামেন্টে পাদঘে ও রুদপালির ম্যাচে। সেই ম্যাচেই এক ফিল্ডারের কান্ড দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার জোগাড় নেটিজেনদের।

চার থামাতে ব্যর্থ ফিল্ডারচার থামাতে ব্যর্থ ফিল্ডার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2023,
  • अपडेटेड 7:15 PM IST
  • হামাগুড়ি দিয়েও বল ধরতে পারলেন না ফিল্ডার
  • ভাইরাল ভিডিও

ক্রিকেটে নানা ধরনের মজার ঘটনা ঘটে। ঠিক তেমনই এক ঘটনা ঘটল প্রমোদ পাতিল স্মৃতি টুর্নামেন্টে পাদঘে ও রুদপালির ম্যাচে। সেই ম্যাচেই এক ফিল্ডারের কান্ড দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার জোগাড় নেটিজেনদের। বাউণ্ডারির সামনে বল ধরতে গিয়ে কার্যত ল্যাজে গোবরে অবস্থা হয় সেই ফিল্ডারের। বল শেষ পর্যন্ত বাউন্ডারির বাইরে চলে যায়। 

২১ সেকেন্ডের এই ভিডিও ট্যুইটারে এখন ভাইরাল। আট লক্ষ ভিউ হয়ে গিয়েছে এই ভিডিওতে। এক ব্যবহারকারী লিখেছেন, 'এই ভিডিও দেখে সকলেই হাসছে এটা ঠিক, কিন্তু মানতেই হবে এই দায়বদ্ধতার জন্য প্রশংসা পাওয়া উচিত।' আরও একজন ব্যবহারকারী লিখেছেন, 'দারুণ কমিটমেন্ট দেখিয়েছেন এই ক্রিকেটার। যে ভাবে উনি ফিল্ডিং করেছেন তাতে এটা স্পষ্ট, আরও একটা রান যাতে ব্যাটার চুরি করতে না পারেন তার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে গিয়েছেন এই ফিল্ডার।' ব্যাটারের টেকনিক নিয়েও প্রশ্ন তুলেছেন এক ব্যবহারকারী। অফ স্টাম্পের বাইরে গিয়ে দিলস্কুপ মারতে যান সেই ব্যাটার। তবে ব্যাটে ঠিকভাবে বল লাগেনি। তবুও ফিল্ডারের ভুলেই চার রান পেয়ে যান তিনি।

আরও পড়ুন

সেই ইউজার লেখেন, 'ব্যাটারের ব্যাটিং টেকনিক দেখে আমি অবাক। এই ভিডিওতে অনেক হাসির খোরাক রয়েছে।' এই ভিডিও প্রায় ২৫ বার দেখে ফেলেছেন এক ব্যবহারকারী। তিনি নিজেই জানিয়েছেন সেই কথা। ৪১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে মাত্র ৯ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে চাপে পড়ে যায় রোদপালি দল। চার ওভারের এই ম্যাচে এমন ভাবে চারটি রান পাওয়া যেন মেঘ না চাইতেই জল।

ম্যাচের এই ভিডিও ক্লিপ দেখে জানা যায়নি কারা এই ম্যাচে জিতেছে। তবে নেটিজেনরা এই ভিডিও দেখে খুব হেসেছেন। ফলে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।         

Advertisement

Read more!
Advertisement
Advertisement