Advertisement

Anushka Sharma-Virat Kohli : 'তোমাকে অফুরান ভালবাসি', বিরাটের ইনিংস দেখে নাচ অনুষ্কার

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে বধ করেছে টিম ইন্ডিয়া। বিরাটের চওড়া ব্যাটে ভর করে শেষ হাসি হেসেছেন রোহিত শর্মারা। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় গোটা দেশ ফুটছে আবেগে। কোহলিও এই ইনিংসকে জীবনের সেরা ইনিংস বলেছেন। আবেগ চেপে রাখতে পারলেন না বিরাট-পত্নী অনুষ্কা শর্মাও।

ফাাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Oct 2022,
  • अपडेटेड 7:29 PM IST
  • টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে বধ করেছে টিম ইন্ডিয়া
  • বিরাটের চওড়া ব্যাটে ভর করে শেষ হাসি হেসেছেন রোহিত শর্মারা


টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে বধ করেছে টিম ইন্ডিয়া। বিরাটের চওড়া ব্যাটে ভর করে শেষ হাসি হেসেছেন রোহিত শর্মারা। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় গোটা দেশ ফুটছে আবেগে। কোহলিও এই ইনিংসকে জীবনের সেরা ইনিংস বলেছেন। আবেগ চেপে রাখতে পারলেন না বিরাট-পত্নী অনুষ্কা শর্মাও। স্বামীর কৃতিত্বে গর্বিত তিনি। তাই কলম ধরলেন। করলেন আবেগঘন পোস্ট। 

ইনস্টাগ্রাম পোস্টে বিরাটের খেলার ছবি পোস্ট করে অনুষ্কা লেখেন, 'তুমি অসাধারণ। তুমি সত্যিই অনবদ্য। আজ তুমি প্রচুর মানুষের মুখে হাসি ফুটিয়েছ। তাঁদের আনন্দ দিয়েছ। এই দীপাবলির আগে এই আজকের রাত যেন মানুষের কাছে অন্য এক মাত্রা পেল।' 

আরও পড়ুন : DA News West Bengal Notification : ৩৮ শতাংশ হারেই মিলবে ডিএ, বিজ্ঞপ্তি জারি রাজ্যের; কারা পাবেন ?

অনুষ্কা আরও লেখেন, তুমি এক বিস্ময়কর প্রতিভা। তুমি আমার ভালবাসা। তোমার দৃঢ়তা, বিশ্বাস প্রতি মুহূর্তে আমাকে আলোকিত করে, দোলা দেয়। আমি হয়তো আজ এইমাত্র আমার জীবনের সেরা ম্যাচটি দেখেছি। আমাদের মেয়ে এখন খুব ছোটো। ও হয়তো এখন বুঝতে পারবে না, কেন আমি আজ আনন্দ পাচ্ছিলাম, কেন নাচছিলাম, কেন ঘরের ভিতর চিৎকার করে গলা ফাটাচ্ছিলাম। কিন্তু, একদিন ও বুঝবে যে তার বাবা সেই রাতে জীবনের সেরা ইনিংস খেলেছিল। অথচ তুমি কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলে। সেই কঠিন পথ পেরিয়ে আজ আরও শক্তিশালীরূপে নিজেকে প্রমাণ করেছ। সেই জন্য গর্বিত। তুমি আমার ভালবাসা, সীমাহীন ভালোবাসা'

 

প্রসঙ্গত, আজ টি২০ ক্রিকেটে জীবনের সেরা ইনিংস খেলেন বিরাট কোহলি। একটা সময় যখন মনে করা হচ্ছিল, ভারত এই লড়াই হেরেই গিয়েছে তখনই জ্বলে ওঠেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ৩১ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে স্মরণীয় জয় এনে দেন বিরাট। ৫৩ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শেষ অবধি থাকলেন, ছ'টা চার আর চারটে ছক্কায় সাজানো তাঁর ইনিংস। 

Advertisement

আরও পড়ুন : DA West Bengal New Updates : দীপাবলির আগেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে

মেলবোর্নে ৯০ হাজার দর্শকের সামনে খেলা এই ইনিংসকেই নিজের জীবনের সেরা টি২০ ইনিংস বলে মেনে নিলেন বিরাট। ম্যাচের পর ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। বলেন,'আমি ভাষা হারিয়ে ফেলেছি কী বলব বুঝতে পারছি না।' এটাই কী সেরা ইনিংস? রবি শাস্ত্রীর প্রশ্নের উত্তর দিতে কিছুটা সময় নিয়ে বিরাট বলেন, 'এতদিন আমি বলতাম মোহালির ইনিংসটাই সেরা। ওখানে ৫২ বলে ৮২ করেছিলাম। আর এখানে ৫৩ বলে ৮২। তবে আজকের পরিবেশ আলাদা ছিল। তাই এটাকে ওই ইনিংসের থেকে এগিয়ে রাখব।'

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement