অবশেষে ৫০ এল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। শনিবার শুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে এবারের আইপিএল-এ প্রথম অর্ধ শতরান করে ফেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) প্রাক্তন অধিনায়ক। এ মরশুমে শুরুটা একেবারেই ভাল হয়নি বিরাটের। বাধ্য হয়েই অধিনায়ক ফাফ ডু প্লেসির সঙ্গে ওপেন করতে শুরু করেন বিরাট। সেখানেও শুরুতে সাফল্য আসেনি। তবে শনিবার সফল হলেন কোহলি।
৫৩ বলে ৫৮ রানের ইনিংস খেলে মহম্মদ শামির বলে বোল্ড হন বিরাট। তাঁর ইনিংসে ছিল ছ'টি চার ও একটি ছক্কা। স্ট্রাইক রেট ১০৯.৪৩। শুরুতেই ডু প্লেসির উইকেট হারানোর পরে দারুণ পার্টনারশিপ গড়ে তোলেন বিরাট ও রজত পাতিদার। এদিন ০ রান করে আউট হন ফাফ। রজত ঝড়ের গতিতে ৫০ করেন। ৩২ বলে ৫০ রানের দারুণ ইনিংস খেলেন এই তরুণ ক্রিকেটার। পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। এদিন গ্যালারিতে বিরাটকে উৎসাহ দিতে দেখা যায় অনুষ্কা শর্মাকেও (Anushka Sharma)। ১ মে তাঁর জন্মদিন। তার আগেই বিরাটের থেকে দারুণ উপহার পেলেন অনুষ্কা।
শনিবার কিছুটা ধীরেই নিজের ইনিংস শুরু করেছিলেন বিরাট। শুধু দলের জন্য নয় তাঁর নিজের জন্যও এই ৫০ খুব দরকার ছিল। আইপিএল-এ ১৫ ইনিংস পর ৫০ বা তার বেশী রান করলেন বিরাট।
আরও পড়ুন: কোথায় খেলা তা ভেবো না, প্রিয়ন্ত-ফরদিনদের পরামর্শ মৃদুল, গৌতমদের
আরও পড়ুন: রোহিত শর্মার জন্মদিনে তাঁর সেরা পাঁচ রেকর্ড, PHOTOS
শেষ পর্যন্ত ১৭০ রানে শেষ হয় আরসিবি-র ইনিংস। গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ৩৩ করলেও ব্যর্থ হন দীনেশ কার্তিক। ২ রান করে রশিদ খানের বলে আউট হন তিনি। ৮ বলে ১৬ রান করে আউট হন মহিপাল লোমরোর। তাঁর উইকেট নেন আলজারি জোসেফ। ৪ অভসারে মাত্র ১৯ রান দিয়ে ২টি উইকেট নেন প্রদীপ সাঙ্গওয়ান। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ শামি, আলজারি জোসেফ, রশিদ খান ও লকি ফার্গুসন।