Virat Kohli, IND vs ENG Test Series: ইংল্যান্ডের বিরুদ্ধে আরও দুই টেস্টে পাওয়া যাবে না বিরাট কোহলিকে (Virat Kohli)। প্রথম দুই টেস্টে ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন কিং কোহলি। মনে করা হয়েছিল বাকি তিন টেস্টে ফেরত আসতে পারেন তিনি। তবে সূত্রের খবর আরও দুই ম্যাচ মাঠের বাইরেই থাকতে পারেন ভারতের তারকা ব্যাটার। তবে তৃতীয় টেস্টে ফেরত আসতে পারেন কেএল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এমনটাই জানা যাচ্ছে।
ইএসপিএনক্রিকইনফো-র সূত্র অনুযায়ী, ব্যক্তিগত কারণে কোহলি আবারও পরের দুই ম্যাচের বাইরে থাকবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ৩ ম্যাচের জন্য ভারতীয় দল এখনও ঘোষণা করা হয়নি। ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় ম্যাচ হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজকোটে। এর পর চতুর্থ ম্যাচ হবে রাঁচিতে। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের চতুর্থ ম্যাচ। সিরিজের শেষ ও পঞ্চম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ মার্চ থেকে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ধর্মশালায়। খবর অনুযায়ী, এই শেষ ম্যাচে ফিরে আসতে পারেন কোহলি।
ব্যক্তিগত কারণে প্রথম দুই ম্যাচও খেলতে পারেননি
ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এই ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হেরে জায় টিম ইন্ডিয়া। এই সিরিজ শুরুর মাত্র তিনদিন আগে বিসিসিআই জানিয়ে দিয়েছিল প্রথম দুই টেস্টে খালতে পারবেন না বিয়াট।
তারপর কোহলি প্রথম টেস্ট খেলতে হায়দরাবাদে পৌঁছে ভারতীয় দলে যোগ দেন, কিন্তু কিছুক্ষণ পর ফিরে আসেন। তখন কোহলির অনুপস্থিতি নিয়ে বিসিসিআই কোনো মন্তব্য করেনি। অনুরাগীদের যেন কোনো মন্তব্য না করারও আবেদন করা হয়।