Advertisement

সেলাম বিষ্ণু সোলাঙ্কি! সদ্যোজাত কন্যার মৃত্যু, শ্মশান থেকে ফিরে রঞ্জি ম্যাচে সেঞ্চুরি

খারাপ সময়কে পিছনে ফেলে, বিষ্ণু সোলাঙ্কি একটি নতুন ভাবে শুরু করার কথা ভেবেছিলেন সোলাঙ্কি। এই শোক কাটিয়ে ওঠা একেবারেই সহজ নয়। তবুও মনের জোরকে সম্বল করে রঞ্জি ট্রফি খেলতে ফিরলেন। বরোদা দলে যোগ দেন। ২৪ ফেব্রুয়ারি চণ্ডীগড়ের বিরুদ্ধে এই মরসুমের প্রথম ম্যাচ খেলতে এসেছিলেন। এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কটকে। এই ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেন বিষ্ণু সোলাঙ্কি। ১৬১ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন বিষ্ণু। বিষ্ণু ইনিংসে ১২টি চার হাঁকান। 

বিষ্ণু সোলাঙ্কিবিষ্ণু সোলাঙ্কি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Feb 2022,
  • अपडेटेड 11:23 PM IST
  • রঞ্জিতে কামাল সোলাঙ্কির
  • সদ্যজাত মেয়ের মৃত্যুর পরেও সেঞ্চুরি সোলাঙ্কির

ক্রীড়া জগতে এমন অনেক নায়ক আছেন, যারা প্রিয়জনকে হারিয়েও ভেঙে পড়েন না। মাঠে এসে আগের মতোই আবেগ নিয়ে খেলে। রঞ্জি ম্যাচে বাবাকে হারানোর পর বিরাট কোহলিও (Virat Kohli) খেলেছিলেন ৯০ রানের ইনিংস। এবারও রঞ্জিতে একই আবেগ দেখিয়েছেন বিষ্ণু সোলাঙ্কি (Vishnoo Solanki)। সম্প্রতি বিষ্ণু সোলাঙ্কির ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে, পরে মারা যায় সে। এই ধাক্কায় বিষ্ণু সোলাঙ্কি ও তাঁর গোটা পরিবার শোকে নিমজ্জিত। বিষ্ণু তাঁর নবজাতক কন্যার শেষকৃত্য সম্পন্ন করেন।

চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন
এই খারাপ সময়কে পিছনে ফেলে, বিষ্ণু সোলাঙ্কি একটি নতুন ভাবে শুরু করার কথা ভেবেছিলেন সোলাঙ্কি। এই শোক কাটিয়ে ওঠা একেবারেই সহজ নয়। তবুও মনের জোরকে সম্বল করে রঞ্জি ট্রফি (Ranji Trophy 2022) খেলতে ফিরলেন। বরোদা দলে যোগ দেন। ২৪ ফেব্রুয়ারি চণ্ডীগড়ের বিরুদ্ধে এই মরসুমের প্রথম ম্যাচ খেলতে এসেছিলেন। এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কটকে। এই ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেন বিষ্ণু সোলাঙ্কি। ১৬১ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন বিষ্ণু। বিষ্ণু ইনিংসে ১২টি চার হাঁকান। 

আরও পড়ুন

বরোদা দলকে শক্ত ভিতের উপর দাঁড় করান সোলাঙ্কি 

ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বরোদা দল। চণ্ডীগড়ের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন মনন ভোহরা। একই সঙ্গে সর্বোচ্চ ৫ উইকেট নেন অভিমন্যু সিং। ১৬৮ রানে শেষ হয় চন্ডিগড়ের ইনিংস। জবাবে বরোদা দল ৫১৭ রান করে। বিষ্ণু অপরাজিত ১০৩ এবং জ্যোৎস্নীল সিং ৯৬ রান করেন। তৃতীয় দিনের খেলা শেষে চণ্ডীগড়ের রান দুই উইকেটে ২৩৪। 

Read more!
Advertisement
Advertisement