Advertisement

Indian Cricket Team Coach: দ্রাবিড়ের জায়গায় তাঁর প্রাক্তন সতীর্থ! টিম ইন্ডিয়ার কোচ হচ্ছেন হরভজন?

টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) পর কোচ হিসেবে আর থাকছেন না রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ইতিমধ্যেই নতুন কোচের জন্য আবেদনপত্র নেওয়াও শুরু করে দিয়েছে বিসিসিআই (BCCI)। এর মধ্যে শোনা যাচ্ছে, হরভজন সিং (Harbhajan Singh) এই পদের জন্য আবেদন করেছেন। শোনা গিয়েছে, ভারতীয় বোর্ড স্টিফেন ফ্লেমিং, গৌতম গম্ভীরকে কোচ করার চেষ্টা চালিয়েছে। এবার প্রাক্তন ভারতীয় তারকা হরভজন সিং নিজেই কোচ হতে আগ্রহ প্রকাশ করলেন।

হরভজন সিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 May 2024,
  • अपडेटेड 6:02 AM IST

টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) পর কোচ হিসেবে আর থাকছেন না রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ইতিমধ্যেই নতুন কোচের জন্য আবেদনপত্র নেওয়াও শুরু করে দিয়েছে বিসিসিআই (BCCI)। এর মধ্যে শোনা যাচ্ছে, হরভজন সিং (Harbhajan Singh) এই পদের জন্য আবেদন করেছেন। শোনা গিয়েছে, ভারতীয় বোর্ড স্টিফেন ফ্লেমিং, গৌতম গম্ভীরকে কোচ করার চেষ্টা চালিয়েছে। এবার প্রাক্তন ভারতীয় তারকা হরভজন সিং নিজেই কোচ হতে আগ্রহ প্রকাশ করলেন।

BCCI তাদের বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে, নতুন কোচের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকবে। অর্থাৎ, আগামী ওডিআই বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্ব সামলাতে হবে। তবে কোচকে বেতন কত দেওয়া হবে সেটা জানানো হয়নি। তবে BCCI স্টিফেন ফ্লেমিংকে সই করাতে এগিয়ে রয়েছে। তিনি কোচ হওয়ার ব্যাপারে নিশ্চয়তা দেননি। তবে এবার কোচ হওয়ার জন্য ফ্লেমিংয়ের প্রাক্তন সতীর্থ হরভজন সিং এগিয়ে এলেন।

সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজন সিং জানিয়ে দেন তিনি কোচের পদে বসতে চান। তিনি বলেন, ‘আমি জানি না আমি আবেদন করব কি না। ভারতে কোচিং করা মানে ম্যান ম্যানেজমেন্ট করা। কী করে ড্রাইভ বা পুল মারতে হবে সেটা শেখানো কাজ ভারতে নয়। ওরা এটা ভালো করে জানে, শুধু ওদের পরামর্শ দেওয়া যাবে। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং আমি যদি ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ পাই, তাহলে আমি খুশি হয়ে সেটা করব।’

কোচ হওয়ার জন্য ২৭ মে পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। হরভজন সিং এর মধ্যে আবেদন করবেন কি না সেটা অবশ্য সময় বলবে। কোচের পদে একজন আবেদন করার পর তাঁর আবেদনপত্র খতিয়ে দেখা হবে, এরপর ইন্টারভিউ নেওয়া হবে।

Advertisement

কোচ হওয়ার জন্য BCCI শর্ত রেখেছে, সেখানে বলা হয়েছে, কম করে ৩০টা টেস্ট ম্যাচ বা ৫০টা ওডিআই খেলতে হবে। অথবা ICC-র পূর্ণ সদস্য দেশের হেড কোচ হতে হবে কম করে দুই বছর। এছাড়াও IPL-এর কোচিং বা আন্তর্জাতিক লিগে কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে। ৬০ বছরের কম বয়স হওয়ার শর্তও দেওয়া হয়েছে। সব মিলিয়ে শর্তপূরণ করে কে হটসিটে বসতে পারবেন সেই দিকেই এখন তাকিয়ে সকলে। বিদেশিদের দিকেই এবার কর্তাদের ঝোঁক বেশি বলে খবর।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement