Advertisement

Lionel Messi: ইন্টার মিয়ামিকে জিতিয়েও বিতর্কে মেসি, হতে পারে শাস্তিও

শাস্তির মুখে পড়তে পারেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। সদ্যো পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই ইন্টার মায়ামির হয়ে ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন লিও। গোল করার পাশাপাশি গোল করাচ্ছেন আর্জেন্তাইন তারকা। 

শাস্তির মুখে মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Aug 2023,
  • अपडेटेड 7:18 PM IST

শাস্তির মুখে পড়তে পারেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। সদ্যো পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই ইন্টার মায়ামির হয়ে ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন লিও। গোল করার পাশাপাশি গোল করাচ্ছেন আর্জেন্তাইন তারকা। 

মার্কিন যুক্তরাষ্ট্রে স্বপ্নের ফর্মে খেলছেন মেসি। ইন্টার মায়ামিকে লিগস কাপ জেতানোর পর এবার মেজর লিগ সকারে অভিষেক করে নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে দুরন্ত জয় এনে দেন লিও। আর এরপরই আসে বিপত্তি। এই জয়ের পরেই শাস্তির ঘনঘটা সৃষ্টি হয়েছে মেসির উপর। 


রেড বুলসের বিরুদ্ধে ম্যাচের পর, মেসি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। আর এই বিষয়টি লিগের নিয়ম অনুযায়ী আইন বিরুদ্ধ। আর এখানেই মনে করা হচ্ছে শাস্তি পেতে পারেন লিও। এই নিয়ে এক সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, ইন্টার মায়ামির মুখপাত্র মলি ড্রেসকা সেই ম্যাচের পর জানান যে মেসি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের জন্য থাকবেন না। মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী, ম্যাচের পর সকল খেলোয়াড়দের সাক্ষাৎকারের জন্য থাকতে হবে। তবে এই নিয়মলঙ্খনের জন্য কি মেসি শাস্তি পাবেন, সেটি এখনও জানা যায়নি। সরকারিভাবে আসেনি এই ঘটনা নিয়ে এখনও অবধি কোনও বিবৃতিও।


ইন্টার মিয়ামিতে দারুণ ছন্দে মেসি। তাঁকে একবার দেখতে সমর্থকরা পাগল। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সেই লড়াইয়েও জিতেছিলেন লিওনেল মেসি। আর আজ, আবারও টাইব্রেকার অবধি গড়াল খেলা। সেখানেও শেষ হাসি হাসলেন আর্জেন্টাইন সুপারস্টার। নির্ধারিত সময় ম্যাচ শেষ হয় ১-১ ফলে। টাইব্রেকারের শেষদিকে মায়ামিকে জয় এনে দেন গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। তিনি দুইবার টাইব্রেকার সেভ করেন। টাইব্রেকারেও ৪-৪ সমতা ছিল। প্রথম শটে লক্ষ্যভেদ করেন মেসি।

এরপর দুটি দলই ১টি করে শট মিস করে। ম্যারাথান পেনাল্টি শুট আউটে শেষমেশ ১০-৯ ব্যবধানে জয়ী মায়ামি। তবে মেসির শাস্তির খবরে শঙ্কায় ফুটবল প্রেমীরা।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement