সের্জিও লোবেরা (Sergio Lobera) কি ভয় পেলেন? নয়ত, ইস্টবেঙ্গলের (East Bengal) মতো ক্লাবে কোচিং করানোর প্রস্তাব ফিরিয়ে দেবেন কেন? বিকল্প কোচের সন্ধান ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন আরও ২০ দিন লাল-হলুদ কর্তাদের অপেক্ষা করাচ্ছেন লোবেরা? আসলে, শতাব্দী প্রাচীন এই ক্লাবে তিনি কোচ হচ্ছেন এই কথা শোনার পর থেকেই উন্মাদনা শুরু হয়ে যায় ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে প্রচার দেখে, কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন আইএসএল (ISL) জয়ী কোচ।
কেন ইস্টবেঙ্গলে আসছেন না লোবেরা?
সুত্রের খবর, তিনি কোচ হচ্ছেন এমনটা আঁচ করতে পেরেই সমর্থকদের বাঁধনহারা উচ্ছ্বাস দেখে ভয় পেয়ে গিয়েছেন লোবেরা। ইস্টবেঙ্গল ক্লাব চালান সদস্য সমর্থকরা। সদস্যদের ভোটে ঠিক হয়, ক্লাবের কোন পদে কে বসবেন। শতাব্দী প্রাচীন লাল-হলুদের সমর্থকের সংখ্যাও প্রচুর। গোটা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইস্টবেঙ্গল সমর্থকরা অধীর আগ্রহে সাফল্যের আশায় বসে রয়েছেন। ফলে যেই কোচ হয়ে আসুন, তাঁর ওপর প্রত্যাশার চাপ যে অনেকটাই বেশি থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। সেই চাপটাই নাকি নিতে চাননি বার্সেলোনার প্রাক্তন কোচ। সেই জন্যই ইস্টবেঙ্গলের কাছ থেকে ২০ দিনের সময় চেয়ে নিয়েছেন লোবেরা।
কোচের তালিকায় দুই নাম
এর আগেই বিভিন্ন সময় দেখা গিয়েছে, অনেক বিখ্যাত কোচ বা ফুটবলারই কলকাতার দুই প্রধানে এসে দর্শকদের চাপ নিতে না পেরে ব্যর্থ হয়েছেন। ভারত অধিনায়ক সুনীল ছেত্রী নিজেও তাদের মধ্যে একজন। দুই প্রধানে খেললেও তেমন সাফল্য পাননি। ফলে কলকাতায় কোচিং করানো অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ। ইস্টবেঙ্গলে না এলেও তাঁকে কোচ করাতে পারে হায়দরাবাদ এফসি। ইস্টবেঙ্গল কর্তারাও বিকল্প কোচের সন্ধান শুরু করে দিয়েছে। সেই তালিকায় দু'টি নাম উঠে আসছে। আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) ও কার্লোস কুয়াদ্রাতের (Carles Cuadrat) মধ্যে কাউকে কোচ করতে পারে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, এই দৌড়ে এগিয়ে কার্লোস কুয়াদ্রাত। এর আগেও ভারতে কোচিং করিয়েছেন কুয়াদ্রাত।
ইস্টবেঙ্গল কর্তারা চাইছেন দ্রুত কোচ নিয়োগ করে ট্রান্সফার মার্কেটে ঝাঁপাতে। নয়ত ভালো ফুটবলার পেতে সমস্যা হয়ে জেতে পারে ইস্টবেঙ্গলের। আর সেই জন্যই কোচ নিয়োগ হওয়া খুবই জরুরী। শুধু ভারতীয় ফুটবলার নন, বিদেশি ফুটবলারদেরও সই করাতে হবে। শুধুমাত্র ক্লেইটন সিলভার সঙ্গে চুক্তি বাড়িয়েছে ইস্টবেঙ্গল। যদিও এখনও চুক্তি রয়েছেন ইভান গঞ্জালেজের। তবে তাঁকে এই মরশুমে দলে রাখা হবে কিনা তা ঠিক করবেন কোচ।