Advertisement

East Bengal Transfer News: সত্যিই ইস্টবেঙ্গল ছাড়ছেন হিজাজি? জেনে নিন লাল-হলুদ ডিফেন্ডারের আপডেট

মরসুমের মাঝে হিজাজি মেহেরকে (Hijazi Maher) সই করিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। বাকি মরসুমের জন্য তাঁর সঙ্গে চুক্তি হলেও তাঁর খেলা দারুণ লেগেছে লাল-হলুদ সমর্থকদের। ফলে পরের মরসুমেও এই ডিফেন্ডারকে রেখে দেওয়ার প্রস্তাব দিচ্ছিলেন তাঁরা। তবে পরের মরসুমের জন্য ইতিমধ্যেই একাধিক প্রস্তাব পেয়ে গিয়েছেন জর্ডনের এই ফুটবলার। তিনি কি তবে লাল-হলুদ ছেড়ে চলে যাবেন তা নিয়েই শঙ্কায় ইস্টবেঙ্গল ফ্যানরা। 

হিজাজি মাহের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Mar 2024,
  • अपडेटेड 3:54 PM IST
  • লাল-হলুদ ডিফেন্ডারকে নিয়ে গুঞ্জন
  • অনেক ক্লাবের প্রস্তাব আছে হিজাজির কাছে

মরসুমের মাঝে হিজাজি মেহেরকে (Hijazi Maher) সই করিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। বাকি মরসুমের জন্য তাঁর সঙ্গে চুক্তি হলেও তাঁর খেলা দারুণ লেগেছে লাল-হলুদ সমর্থকদের। ফলে পরের মরসুমেও এই ডিফেন্ডারকে রেখে দেওয়ার প্রস্তাব দিচ্ছিলেন তাঁরা। তবে পরের মরসুমের জন্য ইতিমধ্যেই একাধিক প্রস্তাব পেয়ে গিয়েছেন জর্ডনের এই ফুটবলার। তিনি কি তবে লাল-হলুদ ছেড়ে চলে যাবেন তা নিয়েই শঙ্কায় ইস্টবেঙ্গল ফ্যানরা। 

শোনা যাচ্ছে, একাধিক ক্লাবের প্রস্তাব ইতিমধ্যে পেয়েছেন তিনি। বিদেশি ক্লাবের হয়ে খেলার দরজাও হিজাজি মাহেরের সামনে খোলা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ভারতীয় দলগুলির মধ্যে সবচেয়ে ভাল অফার রয়েছে এফসি গোয়ার। তবে মরসুম শেষ হওয়ার আগে তাঁর সঙ্গে ইস্টবেঙ্গল চুক্তি বাড়াতে চাইলে তিনি থেকেও যেতে পারেন। এই মরসুমে শুধু ডিফেন্স করা নয়, গোলও করেছেন হিজাজি। তাই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে এই খবরে আরও হতাশ লাল-হলুদ সমর্থকরা। 

লাল হলুদ ক্লাবে যোগ দেওয়ার বেশ কিছুদিন পর ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন হিজাজি। মাঠে নামার সঙ্গে সঙ্গেই নিজের জাত চিনিয়েছেন। তবে এবারের মরসুমে ১০ নম্বরে ইস্টবেঙ্গল। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। ফলে প্লে অফে যাওয়ার আশা অঙ্কের বিচারে থাকলেও বাস্তবে তা নেই বললেই চলে। 

কাদের সই করাতে পারে লাল-হলুদ?
ইস্টবেঙ্গল পরের মরসুমের জন্য মুম্বই সিটি এফসি থেকে ভিনিথ রাইকে সই করাতে পারে কুয়াদ্রাতের দল। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো একেবারেই ভাল করে কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। তিন ফুটবলারকে সই প্লেয়ার আসেননি দলে। এর জেরে সুপার কাপ চ্যাম্পিয়ন হলেও আইএসএল-এ কিছুই করতে পারছে না ইস্টবেঙ্গল। প্লে অফে যাওয়াও বেশ সমস্যার হতে পারে তাদের জন্য। ফলে এখন থেকেই পরের মরসুমে কী হবে তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন লাল-হলুদ সমর্থকরা।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement