ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে, দুই দল ২টি ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। তবে টি২০ ক্রিকেটে কি খেলবেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা? ২০২৩-এর একদিনের বিশ্বকাপের পর থেকে, জল্পনা ছিল যে রোহিত শর্মা আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জুনে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে নাও খেলতে পারেন। এখন এই প্রশ্নের উত্তরে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রোহিত শর্মা।
বিশ্বকাপ খেলার ইঙ্গিত দিলেন রোহিত
রোহিত সরাসরি এই প্রশ্নের উত্তর না দিলেও পরবর্তী পরিকল্পনা সম্পর্কে মুখ খুলেছেন। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বলেন, 'আমার জন্য যেটুকু ক্রিকেট বাকি আছে, সেটুকু খেলতে চাই।' এর মানে ধরে নেওয়া যায় রোহিত টি২০ বিশ্বকাপেও খেলার ইঙ্গিত দিয়েছেন। ভারতীয় দল ১৯৯২ সাল থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ জিততে পারেনি। এ প্রসঙ্গে রোহিত বলেন, 'পৃথিবীর এই প্রান্তে কোনও ভারতীয় ক্যাপ্টেন যা করতে পারেনি আমি তা করতে চাই।' এর থেকে বোঝা যায়, রোহিতরা এই সিরিজ জিততে কতটা উদগ্রীব।
শামির অনুপস্থিতিতে কী বললেন অধিনায়ক?
৫০ ওভারের বিশ্বকাপে নায়ক বনে যাওয়া মহম্মদ শামি গোড়ালির চোটের কারণে এই সিরিজে খেলবেন না। ফ্যানদের মতো ক্যাপ্টেন রোহিতও শামিকে মিস করছেন। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক উইকেটে শামির না থাকা নিয়ে চাপে টিম ইন্ডিয়া। রোহিত বলেন, 'শামি কয়েক বছর ধরে আমাদের জন্য যা করেছে তা অতুলনীয়। ওকে খুব মিস করব। তার জায়গায় কাউকে খেলাতেই হবে। তবে তার জন্যও শামির জুতোয় পা গলানো সহজ হবে না।'
ঈশান কিষান না থাকায় কেএল রাহুল প্রথম টেস্টে উইকেট কিপিং করবেন বলে মনে করা হচ্ছে, তবে অধিনায়ক বলেন এটা নির্ভর করবে রাহুলের উপর। তিনি ৫ দিনের ফরম্যাটে কতক্ষণ উইকেট কিপিং করতে চান সেটা দেখা হবে।