Advertisement

East Bengal: লোবেরাকেই পছন্দ, কিন্তু নববর্ষেও হল না সই; এবার কী করবে ইস্টবেঙ্গল?

ইস্টবেঙ্গলে (East Bengal) এখনও সই হয়নি কোচ সের্জিও লোবেরার (Sergio Lobera)। এই কারণেই কি কিছুটা ক্ষুব্ধ লাল-হলুদের শীর্ষকর্তা? শনিবার বারপুজোর দিনে দেবব্রত সরকার যা বললেন তাতে তেমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) কর্তাদের কথা মেনে লোবেরাকেই সই করানোর চেষ্টা চালিয়েছে ইস্টবেঙ্গল। তবে এখনও চিনের ক্লাব সিচুয়ান-এর থেকে এখনও নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া যায়নি। তার জেরেই কোচকে সই করানো যায়নি।

ইস্টবেঙ্গল ক্লাব ও সের্জিও লোবেরা
জাগৃক দে
  • কলকাতা,
  • 15 Apr 2023,
  • अपडेटेड 5:51 PM IST
  • নববর্ষেও কোচ ঠিক করতে পারল না ইস্টবেঙ্গল
  • কবে সই হবে লোবেরার?

ইস্টবেঙ্গলে (East Bengal) এখনও সই হয়নি কোচ সের্জিও লোবেরার (Sergio Lobera)। এই কারণেই কি কিছুটা ক্ষুব্ধ লাল-হলুদের শীর্ষকর্তা? শনিবার বারপুজোর দিনে দেবব্রত সরকার যা বললেন তাতে তেমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) কর্তাদের কথা মেনে লোবেরাকেই সই করানোর চেষ্টা চালিয়েছে ইস্টবেঙ্গল। তবে এখনও চিনের ক্লাব সিচুয়ান-এর থেকে এখনও নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া যায়নি। সেই জন্যই কোচকে সই করানো যায়নি।

দিন পনেরোর মধ্যে কোচ ঘোষণা হওয়ার কথা থাকলেও সেই সময় পেরিয়ে গিয়েছে। মনে করা হয়েছিল, নববর্ষের দিনেই কোচের নাম ঘোষণা করে দেবে ক্লাব। তবে তা হয়নি এখনও নতুন কোচের নাম ঘোষণা করতে পারেনি ইস্টবেঙ্গল। দেবব্রত সরকার বলেন, 'ওঁরা (ইমামি) আমাকে জানিয়েছিল, দিন পনেরোর মধ্যে কোচ চূড়ান্ত হয়ে যাবে। তাই আমি জানিয়েছিলাম। ওঁরা যদি বলেন ২০ দিন লাগবে তবে আমি তাই বলব। যতক্ষণ কোচের সই না হচ্ছে, ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না।'  

আরও পড়ুন: নববর্ষে বারপুজোর রেওয়াজ ইস্টবেঙ্গল-মোহনবাগানে, জানেন এর ইতিহাস?

পাশাপাশি কোচ নিয়োগ না হওয়ায় ফুটবলারদের সই হওয়ার ব্যাপারটাও যে আটকে রয়েছে, তাও স্বীকার করে নিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা। তিনি বলেন, 'এখন যা পরিস্থিতি তাতে ভালো মানের ভারতীয় ফুটবলার ট্রান্সফার ফি দিয়ে নেওয়া ছাড়া উপায় নেই। তাই কোচ যাদের বলবেন তাদের সঙ্গেই কথা বলব আমরা। কোচ ঠিক না হওয়ায়, সেটাও করা যাচ্ছে না।' 

আরও পড়ুন: 'চুনী গোস্বামী ভারতীয় ফুটবলের ব্র্যাডম্যান', মোহনবাগানের প্রশংসায় পঞ্চমুখ গাভাস্কার    

নববর্ষের দিনে ইস্টবেঙ্গল শীর্ষকর্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমরা শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছি। আমাদের প্রথম পছন্দ লোবেরা, দ্বিতীয় ও তৃতীয় পছন্দও লোরেবাই। ওঁরা ব্যাপারটা দেখছেন। তবে আশা করছি দ্রুত সমস্যা মিটে যাবে।' একই কথা শোনা গেল দেবব্রত মুখোপাধ্যায়ের গলাতেও। তিনি বলেন, 'আমরা কথাবার্তা বলছি। গতকাল যে জায়গায় গোটা ব্যাপারটা ছিল, আজও সেই জায়গাতেই রয়েছে। কিছুই পরিবর্তন হয়নি। তবে আশা করছি দ্রুত সমস্ত সমস্যা মিটে যাবে।' সমস্যা মেটার আশা করলেও স্বস্তিতে বসে থাকতে রাজি নন দেবব্রত সরকার। তিনি বলেন, 'যতক্ষণ সই না হচ্ছে ততক্ষন কিছু বলতে পারছি না।'

Advertisement

 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement