Advertisement

Virat Kohli: T20 বিশ্বকাপ কি খেলবেন বিরাট? বোর্ডের ভিতর থেকে এল খবর

টি২০ ক্রিকেটে কি আর খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)? দক্ষিণ আফ্রিকা (India VS South Africa) সফরে কিং কোহলি টি২০ দলে না থাকায় এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। আর এবার এই ব্যাপারেই বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন নির্বাচকরা। এমনটাই সূত্রের খবর। তা হলে কি আসন্ন টি২০ বিশ্বকাপেও (ICC T20 World Cup 2024) খেলবেন না বিরাট?

বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Dec 2023,
  • अपडेटेड 7:21 PM IST

টি২০ ক্রিকেটে কি আর খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)? দক্ষিণ আফ্রিকা (India VS South Africa) সফরে কিং কোহলি টি২০ দলে না থাকায় এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। আর এবার এই ব্যাপারেই বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন নির্বাচকরা। এমনটাই সূত্রের খবর। তা হলে কি আসন্ন টি২০ বিশ্বকাপেও (ICC T20 World Cup 2024) খেলবেন না বিরাট?

বিরাটের টি-২০ ভবিষ্যৎ নিয়ে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ‘এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে বিরাটকে বাদ দেওয়া কঠিন। তবে ম্যানেজমেন্ট ওর সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ম্যানেজমেন্ট একা কোনও সিদ্ধান্ত নিতে চায় না। তাই বৈঠকটা গুরুত্বপূর্ণ। চূড়ান্ত সিদ্ধান্তের আগে এটা করতে হবে। তাহলে টি-২০ ফর্ম্যাটে বিশ্বকাপে বিরাটের ভবিষ্যৎ জানা যাবে।’ এবারের বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিলেন বিরাট। ফলে টি২০ ক্রিকেটে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন হতে পারে। এ ব্যাপারে শুক্রবারই কলকাতায় এক অনুষ্ঠানে মুখ খুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'আমার মনে হয়, বিরাট-রোহিত দারুণ ছন্দে ওরা টি২০ বিশ্বকাপ খেলে ভারতকে ট্রফি এনে দেবে।'

বোর্ডের সেই সূত্রও জানিয়েছেন, রোহিত শর্মাকে বোর্ড জানিয়ে দিয়েছে, যে তিনিই টি২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন। রোহিতকে নিয়ে বোর্ড কর্তা জানান, ‘আমরা রোহিতকে জানিয়েছি যে ও দলকে নেতৃত্ব দেবে এবং দলও তৈরি করবে। তাই রোহিত ও কোচ রাহুল দ্রাবিড় পুরো বিষয়টা দেখবে।’

তবে টি২০ রেকর্ডের দিকে তাকালে বোঝাযাবে ২০ ওভারের ফরম্যাটে বিরাট কোহলির রেকর্ড দারুণ। ১১৫টা ম্যাচে তিনি মোট ৪ হাজার ৮ রান করেছেন। টি২০তে তাঁর  ব্যাটিং গড় ৫২.৭৪ ও স্ট্রাইক রেট ১৩৭.৯৭। ৩৭টা হাফসেঞ্চুরি ও একটা সেঞ্চুরি করেছেন। তাঁর সর্বোচ্চ রান ১২২। আইপিএল-এও তাঁর রেকর্ড দারুণ। রয়েছে সাতটা সেঞ্চুরি ও ৫০টা হাফসেঞ্চুরি। ফলে তাঁকে বাদ দেওয়া বোর্ডের পক্ষে বেশ কঠিন বলেই মনে করা হচ্ছে।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement