Advertisement

Wriddhiman Saha: 'রাজনীতিতে আসার প্রস্তাব পেয়েছেন ঋদ্ধিমান', যোগ দেবেন? উত্তর দিলেন স্ত্রী রোমি

কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচন। ফলে সেলিব্রেটিদের ভোটে দাঁড় করানোর জন্য সমস্ত রাজনৈতিক দলই চেষ্টা চালিয়ে জাছে। আর সেই সেলিব্রেটির নাম যদি হয় ঋদ্ধিমান সাহা তা হলে তো কথাই নেই। রাজনীতির মঞ্চে কি নামবেন বাংলার সুপারস্টার? ফেসবুক লাইভে গুজরাত টাইটান্সের দলের উইকেটকিপারকে সঙ্গে নিয়ে এই প্রশ্নের উত্তর দিলেন তাঁর স্ত্রী রোমী। সেই লাইভে উপস্থিত ছিলেন ঋদ্ধিও।

ঋদ্ধিমান সাহা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2024,
  • अपडेटेड 12:41 PM IST

কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচন। ফলে সেলিব্রেটিদের ভোটে দাঁড় করানোর জন্য সমস্ত রাজনৈতিক দলই চেষ্টা চালিয়ে জাছে। আর সেই সেলিব্রেটির নাম যদি হয় ঋদ্ধিমান সাহা তা হলে তো কথাই নেই। রাজনীতির মঞ্চে কি নামবেন বাংলার সুপারস্টার? ফেসবুক লাইভে গুজরাত টাইটান্সের দলের উইকেটকিপারকে সঙ্গে নিয়ে এই প্রশ্নের উত্তর দিলেন তাঁর স্ত্রী রোমী। সেই লাইভে উপস্থিত ছিলেন ঋদ্ধিও।

প্রশ্নের উত্তরে রোমি বলেন, 'ও রাজনীতিতে যোগ দেবে না। অনেক প্রস্তাব এসেছে। অনেক ফোন এসেছে। ও কী করে রাজনীতি করবে। ও তো বক্তৃতা করতে পারে না। আমি চাইব ও কোচিং-এ আসুক।' ইতিমধ্যেই বাংলা দলের ক্যাপ্টেন মনোজ তিওয়ারি নিরবাচনে লড়ে জিতেছেন। হয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীও। তবে ঋদ্ধির সঙ্গে কিন্তু শুধুই বাংলা নয় জড়িত রয়েছে ত্রিপুরার নামও। তবে কোন রাজ্যের কোন কোন দলের থেকে প্রস্তাব এসেছে তা জানা যায়নি। 

দর্শকদের কাছে ঋদ্ধি জানতে চান, বাংলা দলে তাঁকে কেউ মিস করছেন কিনা? প্রশ্নের উত্তরে লাইভে থাকা ফ্যানরা জানিয়ে দেন, 'বাংলা দলে তাঁকে খুব মিস করছেন।' অনেকে আবার এও বলেন, 'দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না।' প্রসঙ্গত সোমবারই কেরলের বিরুদ্ধে আউটরাইট হেরে রঞ্জি থেকে বিদায় নিয়েছে বাংলা দল। ফলে বাংলার ক্রিকেট ফ্যানদের ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। আর ঋদ্ধিমান বাংলার হয়ে খেলার সময়ই ভারতীয় দলে সুজিগ পেয়েছেন। যদিও ত্রিপুরা দলে যোগ দেওয়া নিয়ে আবার মুখ খুলেছেন ঋদ্ধিমান। তিনি বলেন, 'আমি সবসময় চাই আন্ডারডগদের সাহায্য করতে। ত্রিপুরা সেই রকমই একটা দল। বাংলার মতো অত বড় দল নয়। পাশাপাশি ওরা আমাকে মেন্টর করতে চেয়েছে ফলে আমি যোগ দিয়েছি।' পরে তিনি জানিয়ে দেন, 'হয়ত আর বেঙ্গলের হয়ে খেলা হবে না। তবে সিএবি যদি চায় অন্য ভূমিকায় দেখা যেতে পারে।' 

Advertisement

অর্থাৎ বাংলা ডাকলে তিনি কোচ বা মেন্টর হিসেবে বাংলা দলকে সাহায্য করতে পারেন। এমন ইঙ্গিতই দিয়ে রাখলেন তিনি। লক্ষ্মীরতন শুক্লার কোচ হিসেবে এই বছরটা ভাল না গেলেও গত মরসুমে বাংলা রঞ্জি টড়ফির ফাইনাল খেলেছিল। ফলে তাঁর রেকর্ডটাও একেবারে ফেলনা নয়। এখনই তাই বাংলা দলের কোচ তাঁকে করা হবে কিনা সেটা বলা যাচ্ছে না। তাছাড়া এখনও খেলা ছাড়েননি ঋদ্ধিমান। গুজরাতের হয়ে যেমন আইপিএল খেলছেন, তেমনি রঞ্জি খেলছেন ত্রিপুরার হয়েও।   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement