Advertisement

Sourav Ganguly: 'বিরাট কোহলি চেজমাস্টার', WTC ফাইনালে ভারতের জেতার বিষয়ে আশাবাদী সৌরভ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2023) ম্যাচে চালকের আসনে অস্ট্রেলিয়া (Australia)। তবে এখনই হাল ছাড়তে রাজি নন, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ম্যাচের এখন যা অবস্থা তাতে সকলের মনেই প্রশ্ন জাগতে শুরু করেছে, কত রানের টার্গেট চেজ করা সম্ভব রোহিত শর্মাদের (Rohit Sharma) পক্ষে?

বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • লন্ডন,
  • 10 Jun 2023,
  • अपडेटेड 5:20 PM IST

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2023) ম্যাচে চালকের আসনে অস্ট্রেলিয়া (Australia)। তবে এখনই হাল ছাড়তে রাজি নন, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ম্যাচের এখন যা অবস্থা তাতে সকলের মনেই প্রশ্ন জাগতে শুরু করেছে, কত রানের টার্গেট চেজ করা সম্ভব রোহিত শর্মাদের (Rohit Sharma) পক্ষে?

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিরাট কোহলির (Virat Kohli) প্রশংসা করেন সৌরভ। কোহলির সঙ্গে সৌরভের সম্পর্ক নিয়ে অনেক রিপোর্ট সামনে এসেছিল। যদিও সৌরভ সবসময়ই প্রকাশ্যে বিরাটের সমালোচনা করেননি সৌরভ। এক্ষেত্রেও ঠিক সেটাই হল। সৌরভ বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যে কোনও দল জিততে পারে। ভারত এখনও জিততে পারে। কিন্তু এর জন্য ভারতকে ৩৬০-৩৭০ রানের বেশি টার্গেট না পাওয়ার চেষ্টা করতে হবে। ভারতীয় শিবিরে বিরাট কোহলি রয়েছে, ও রান তাড়া করায় বিশ্বের সেরা ক্রিকেটার। এ ছাড়াও টিম ইন্ডিয়ায় (Team India) অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফলে শেষ ২ দিনে যে কোনও কিছু হতে পারে।’  

এর আগেও ধারাভাষ্য দেওয়ার সময়ও বিরাট কোহলির প্রশংসা করেছিলেন সৌরভ। কিং কোহলির অধিনায়কত্বের প্রশংসা করেছিলেন সৌরভ। তিনি বলেন, ‘রোহিতের থেকে বোলার পরিবর্তনের ক্ষেত্রে এগিয়ে বিরাট কোহলি।‘ এরপরেই ট্রোলড হতে হয় সৌরভকে। বিরাট সমর্থকদের দাবি, যখন বিরাট ক্যাপ্টেন ছিল, তখন এই কথা মনে পড়েনি?’ 

আসলে গত বছরেই অধিনায়কত্ব নিয়েই বিরোধ হয়েছিল বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে। টি২০ অধিনায়কত্ব হঠাৎ ছেড়ে দেওয়ায় বিসিসিআই (BCCI) তাঁকে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকেও সরিয়ে দেয়। এর পরেই ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করেন বিরাট। সৌরভের বোর্ডের দাবি ছিল, টি২০ অধিনায়কত্ব ছাড়ার আগে বিরাটকে বারণ করা হয়েছিল। তা না শোনায় ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সাদা বলের ক্রিকেটে একজনই ক্যাপ্টেন থাকবেন। এমনটাই জানানো হয়েছিল। তবে বিরাটের দাবি ছিল, তাঁকে নাকি টি২০ অধিনায়কত্ব না ছাড়ার কথা জানানোই হয়নি বোর্ডের পক্ষ থেকে।     

Advertisement

২৯৬ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। হাতে ছিল ৬ উইকেট। চতুর্থ দিন শুরু থেকেই উইকেট তোলায় নজর দিয়েছেন টিম ইন্ডিয়ার বোলাররা।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement