মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বুধবার দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গেল দক্ষিণ আফ্রিকা (Australia vs South Africa)। এক ইনিংস ও ১৮২ রানে হারল তারা। দক্ষিণ আফ্রিকার এই হারে আসলে সুবিধা হল রোহিত শর্মাদের (Rohit Sharma)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপের (World Test Championship) ফাইনালে যাওয়ার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল ভারত (Team India)। তিন ম্যাচের সিরিজের দুটি টেস্টে হেরে সিরিজ খোয়াল দক্ষিণ আফ্রিকা। গাব্বায় প্রথম টেস্টে ৬ উইকেটে জিতে যায় অস্ট্রেলিয়া। আর এদিন মেলবোর্নে অজিরা জিতল ইনিংস ও ১৮২ রানে।
কতটা এগোল ভারত?
এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই নম্বরে রয়েছে ভারতীয় দল। চার নম্বরে নেমে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে শেষ টেস্ট হারলে ভারতের সুযোগ আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে ভারতীয় দল ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারাতে পারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে।
আরও পড়ুন: ফর্মে থাকা পন্তকে বাদ দিল টিম ইন্ডিয়া, চোট নাকি অন্য কারণ?
কোন অঙ্কে ফাইনালে যেতে পারে ভারত?
৭৮.৫৭ শতাংশ পেয়ে অস্ট্রেলিয়া শীর্ষে রয়েছে। দুই নম্বরে থাকা ভারত ৫৮.৯৩ শতাংশ পেয়েছে। ৫৩.৩৩ শতাংশ নিয়ে তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। এমন অবস্থায় শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা হারলে অস্ট্রেলিয়াকে সিরিজে হারাতে পারলে দুই নম্বরে থেকে দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে ভারত। তবে যদি শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতে যায়, আর ওয়েস্ট ইন্ডিজকে দুটি টেস্টেই তারা হারিয়ে দেয় তবে আরও জমে যাবে ফাইনালে যাওয়ার লড়াই। তা হলে বর্ডার গাভাস্কার ট্রফিতে ২-১, ৩-০ বা ২-০ ব্যবধানে জিততে হবে রোহিত শর্মাদের।
আরও পড়ুন: চিরতরে অধিনায়কত্ব খোয়ালেন রোহিত? রইল ১৩ মাসের রেকর্ড
কীভাবে হারল দক্ষিণ আফ্রিকা
প্রথম ইনিংসে মাত্র ১৮৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার কাইল ভ্যারেন ও মার্কো জ্যানসন ছাড়া কেউই রান পাননি। ভ্যারেন আউট হন ৫২ রান করে। জেনসন আউট হন ৫৯ রানে। মাত্র ১০ ওভার বল করেই ২৭ রানে ৫ উইকেট তুলে নেন ক্যামেরন গ্রিন। জবাবে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে তোলে অস্ট্রেলিয়া.২০০ করেন ডেভিড ওয়ার্নার। ১১১ রান করেন অ্যালেক্স কেরি। গ্রিন ব্যাট হাতেও সফল। তিনি ৫১ রান যোগ করেন। ৫১ রান করেন ট্রেভিস হেডও। বিরাট লিডের সামনে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ২০৪ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে টেম্বা বাভুমা (৬৫) ছাড়া কেউই রান পাননি।