Advertisement

IPL Playoffs 2022: 'ইডেন নয়, আমার হোম গ্রাউন্ড মোতেরা,' বলছেন ঋদ্ধিমান

বাংলার ছেলে হলেও কালকের ম্যাচকে অ্যাওয়ে ম্যাচ হিসেবেই দেখছেন ঋদ্ধি। কিছুটা অভিমানের সুরেই তিনি বলেন, ''আমি এখন গুজরাত টাইটান্সের হয়ে খেলছি। তাই মোতেরা আমার হোম গ্রাউন্ড। এখন কেকেআর-এর হয়ে খেলি না, তাই ইডেন আমার কাছে অ্যাওয়ে গ্রাউন্ড।'' তিনি আরও বলেন, ''এটা ঠিক, যে আমি ইডেনে অনেক ম্যাচ খেলেছি। তবে আগামীকালের ম্যাচ আমার কাছে অ্যাওয়ে ম্যাচের মতোই।''  

ঋদ্ধিমান সাহা, ছবি পিটিআইঋদ্ধিমান সাহা, ছবি পিটিআই
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 May 2022,
  • अपडेटेड 1:14 PM IST
  • আইপিএল-এর প্লে অফে নামছেন ঋদ্ধিমান
  • রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে গুজারাত টাইটান্স

ইডেন তাঁর কাছে আর 'হোম গ্রাউন্ড' নয়। অভিমানের সুর ঝড়ে পড়ল ঋদ্ধিমান সাহার গলায়। গুজরাতের মোতেরাকেই নিজেই হোম গ্রাউন্ড বলে ভাবতে শুরু করে দিয়েছেন বাংলার এই উইকেটরক্ষক ব্যাটার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইডেনে প্লে অফের প্রথম ম্যাচ খেলতে নেমে বাংলা দলের দীর্ঘদিনের সতীর্থ মহম্মদ শামিকে পাশে বসিয়ে বিস্ফোরক ঋদ্ধিমান।

কী বললেন ঋদ্ধিমান

বাংলার ছেলে হলেও কালকের ম্যাচকে অ্যাওয়ে ম্যাচ হিসেবেই দেখছেন ঋদ্ধি। কিছুটা অভিমানের সুরেই তিনি বলেন, ''আমি এখন গুজরাত টাইটান্সের হয়ে খেলছি। তাই মোতেরা আমার হোম গ্রাউন্ড। এখন কেকেআর-এর হয়ে খেলি না, তাই ইডেন আমার কাছে অ্যাওয়ে গ্রাউন্ড।'' তিনি আরও বলেন, ''এটা ঠিক, যে আমি ইডেনে অনেক ম্যাচ খেলেছি। তবে আগামীকালের ম্যাচ আমার কাছে অ্যাওয়ে ম্যাচের মতোই।''  

আরও পড়ুন

ঋদ্ধিকে নিয়ে বিতর্ক থামছে না
প্রথমে শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন ঋদ্ধিমান। এরপর সাংবাদিক বোরিয়া মজুমদারের বিরুদ্ধে নাম না করেই হুমকির অভিযোগ তোলেন বাঙালি এই ক্রিকেটার। এরপর পারিবারিক কারণে রঞ্জি ট্রফির প্রথমিক পর্বের ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করেন ঋদ্ধিমান। সেই সময় তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস। আর এতেই ক্ষুদ্ধ ঋদ্ধিমান। বাংলা দল কোয়ার্টার ফাইনালে উঠলেও অরুণলালদের দলে খেলতে চাইছেন না ঋদ্ধি। আর এবার প্লে অফের আগে ইডেনকে নিজের ঘরের মাঠ বলে মানতেই চাইলেন না তিনি। উল্টে ইডেন তাঁর কাছে এখন 'অ্যাওয়ে গ্রাউন্ড'। 

ভারতীয় দল নয়, গুজরাতকে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য

গত রবিবার ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে যে ভারতীয় দল ঘোষণা করা হয়, তাতে জায়গা হয়নি বাংলার এই ক্রিকেটারের। এবারের আইপিএলে (IPL) নতুন দল গুজরাত টাইটান্সের (Gujarat Titans) হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন ঋদ্ধি। এখনও পর্যন্ত ৯ ইনিংসে করে ফেলেছেন ৩১২ রান। পাশাপাশি উইকেটের পেছনেও তিনি যথেষ্ট ভরসা দিচ্ছেন হার্দিক পান্ডিয়ার দলকে। গুজরাতের প্লে-অফে যাওয়ার পিছনেও ঋদ্ধির অবদান কম নয়। সেই হিসেবেই আশা করা হয়েছিল, এবার অন্তত ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে ভারতীয় দলে নেওয়া হবে। কিন্তু শেষপর্যন্ত সেটা আর হল না। যদিও এসব নিয়ে ভাবতে রাজি নন ঋদ্ধি। বরং আইপিএল প্লে-অফকেই পাখির চোখ করছেন পাপালি। সঞ্জু স্যামসনদের বিরুদ্ধে খেলতে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানিয়ে গেলেন বাংলার এই উইকেটরক্ষক।

Advertisement

 এদিন সাংবাদিক সম্মেলনে ঋদ্ধি বলেন, "এই মুহূর্তে আমি আইপিএল খেলছি। দলের হয়ে ভাল খেলতে পারলে ভাল লাগে। সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরির শিখর ছুঁতে পারলে আনন্দ হয়। তবে আমার কাছে সবার আগে দল। পরে ব্যক্তিগত সাফল্য। আমি ভারতীয় দলে নির্বাচন নিয়ে এখন একদমই চিন্তিত নই। বরং আগামীকালের ম্যাচ নিয়ে ভাবছি। আমি ফিট আছি। খেলার জন‍্য পুরোপুরি প্রস্তুত। পাওয়ার প্লে-তে মারকাটারি ব্যাটিং করতে আমার ভাল লাগে। দলকে সাহায্য করতে পারলেই খুশি হব। শুরুতে শুভমন গিলের সঙ্গে ভাল পার্টনারশিপ করতে পারলে, বাকিদের জন্য কাজটা অনেকটা সহজ হয়ে যায়। আপাতত আমার পাখির চোখ আইপিএলে।"    
 

Read more!
Advertisement
Advertisement