Advertisement

IPL 2023 Final Wriddhiman Saha: 'বয়স তো সংখ্য়া মাত্র', ফাইনালে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে বোর্ডকে বার্তা ঋদ্ধির?

আইপিএল ফাইনালে (IPL 2023 Final) ঝকঝকে হাফ সেঞ্চুরি। মাঠে বসে থাকা বোর্ড (BCCI) কর্তাদের আরও একবার বার্তা দিয়ে বাংলার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) গড়লেন একাধিক রেকর্ড। গুজরাত (Gujarat Titans) ফাইনাল ম্যাচ হারলেও দারুণ পারফর্ম ছিলেন বাঙালি উইকেটকিপার ব্যাটার।

ঋদ্ধিমান সাহা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 May 2023,
  • अपडेटेड 11:43 AM IST

আইপিএল ফাইনালে (IPL 2023 Final) ঝকঝকে হাফ সেঞ্চুরি। মাঠে বসে থাকা বোর্ড (BCCI) কর্তাদের আরও একবার বার্তা দিয়ে বাংলার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) গড়লেন একাধিক রেকর্ড। গুজরাত (Gujarat Titans) ফাইনাল ম্যাচ হারলেও দারুণ পারফর্ম ছিলেন বাঙালি উইকেটকিপার ব্যাটার।


সোমবার রাতে ৩৯ বলে ৫৪ রানের ইনিংসে ছিল পাঁচটা চার আর একটা ছক্কা। স্ট্রাইক রেট ১৩৮.৪৬। তবে এবারেই প্রথম নয়, এর আগে ২০১৪ সালেও ফাইনালে সেঞ্চুরি করেছিলেন। এদিন তিনি যে ভিত গড়ে দেন তার ওপর ভর করেই ২১৪ রানের বড় টার্গেট গড়ে গুজরাত টাইটান্স। পাওয়ার প্লেতেই বিনা উইকেটে ৬২ রান করে গতবারের চ্যাম্পিয়নরা। ২০১৪ সালে কলকাতা রাইডার্সের বিরুদ্ধে ঋদ্ধি মাত্র ৫৫ বলে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন ঋদ্ধিমান। বড় মঞ্চে আবারও নিজেকে প্রমাণ করলেন বাঙালি ক্রিকেটার।


প্রসঙ্গত আইপিএল টুর্নামেন্টের তিনটে ফাইনাল ম্যাচে ঋদ্ধি মোট ১৮৪ রান করেছেন। পাশাপাশি ফাইনাল ম্যাচে সর্বাধিক রান সংগ্রহকারীদের মধ্যে তিনি চতুর্থ স্থানে রয়েছেন। ধারাবাহিকভাবেই শুরুতে ব্যাট করতে নেমে রান করে গিয়েছেন ঋদ্ধিমান। আর টুর্নামেন্টের শেষ দিন সবচেয়ে বেশি বয়স্ক ক্রিকেটার হিসেবে আইপিএল-এর ময়দানে হাফ সেঞ্চুরি করলেন ঋদ্ধিমান। 
 

সাই সুদর্শনের সঙ্গে জুটি
৬৭ রানের মাথায় শুভমন গিল (Shubman Gill) আউট হওয়ার পর ঋদ্ধিমান সাহার সঙ্গে দারুণ ইনিংস গড়ে তোলেন সাই। ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে আউট হন বাঙালি উইকেটকিপার ব্যাটার। পাঁচটা চার ও একটা ছক্কা মারেন তিনি। মাত্র ৩৬ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। ৪২ বলে ৬৪ রান যোগ করেন দুই ব্যাটার।


যদিও তাতে দলের পতন রোধ করতে পারেননি ঋদ্ধিমান। রবিবারের ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর, সোমবার ফের ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানেই পাঁচ উইকেটে জয় পায় চেন্নাই। ২১৪ রান তাড়া করতে নামার পর ফের বৃষ্টি আসে। ঘণ্টা খানেক পর মাঠ শুকিয়ে গেলে শুরু হয় ম্যাচ। খেলা শুরু হওয়ার পর ১৫ ওভারে ১৭১ রানের টার্গেট পায় চেন্নাই। শেষ বলে চার মেরে ম্যাচ জেতান জাদেজা।
    
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement