Advertisement

WTC Final 2023 India vs Australia Day 5 Updates: মাত্র ২৩৪ রানে অল আউট টিম ইন্ডিয়ার ইনিংস, WTC চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

আরও ২৮০ রান দরকার টিম ইন্ডিয়ার। হাতে সাত উইকেট। উইকেটে টিকে রয়েছেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। পঞ্চম দিনে বড় পার্টনারশিপ গড়ে তুলতে হবে টিম ইন্ডিয়াকে। আর তা করতে গেলে  প্রথম ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে টিম ইন্ডিয়ার জন্য।

অজিঙ্কা রাহানে ও বিরাট কোহলি
Aajtak Bangla
  • লন্ডন,
  • 11 Jun 2023,
  • अपडेटेड 5:10 PM IST

আরও ২৮০ রান দরকার টিম ইন্ডিয়ার। হাতে সাত উইকেট। উইকেটে টিকে রয়েছেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। পঞ্চম দিনে বড় পার্টনারশিপ গড়ে তুলতে হবে টিম ইন্ডিয়াকে। আর তা করতে গেলে  প্রথম ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে টিম ইন্ডিয়ার জন্য।

শর্ট বলে আউট উমেশ

১ রান করে আউট উমেশ যাদব। ৮ উইকেট হারাল ভারতীয় দল। মাত্র ২ উইকেট দরকার অস্ট্রেলিয়ার। 

আউট শার্দূল ঠাকুরও

২১৩ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। নাথান লায়নের বলে এল্বি ডাব্লিউ হলেন শার্দূল ঠাকুর। WTC চ্যাম্পিয়ন হওয়া থেকে আর মাত্র ৩ উইকেট দূরে অস্ট্রেলিয়া।

আবার উইকেট হারাল ভারত

৬ উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল, আইসিসি টুর্নামেন্টে আবারও হারের মুখে ভারতীয় দল। ৪৪৪ রান তাড়া করতে নেমে ২১২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলল ভারত। ৪৬ রান করে আউট রাহানে। আর মাত্র ৪ উইকেট দরকার অস্ট্রেলিয়ার।

৫ উইকেট হারাল টিম ইন্ডিয়া

বোল্যান্ডের এক ওভারেই দুই উইকেট। ১৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। ব্যাট করতে এসেই ভুল করে বসলেন রবীন্দ্র জাদেজা। প্রথম বল দারুণভাবে ছাড়লেও দ্বিতীয় বলেই খোঁচা মেরে আউট জাদেজা। 

আউট বিরাট কোহলি

৪৯ রান করে আউট হলেন বিরাট। বড় উইকেট হারাল টিম ইন্ডিয়া। কাঙ্খিত উইকেট নিলেন বোল্যান্ড। স্লিপে দাঁড়িয়ে দারুণ ক্যাচ নিলেন স্টিভ স্মিথ। এই উইকেট হারাতেই অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেল।

সিঙ্গল নিয়ে রান এগোচ্ছেন ভারতের ব্যাটাররা

ম্যাচের প্রথম ঘণ্টায় আবারও সেট হওয়ার চেষ্টায় বিরাট-রাহানে। বড় শট খেলার চেষ্টা করছেন না টিম ইন্ডিয়ার ব্যাটাররা।  

Advertisement

শুরু হল পঞ্চম দিনের ম্যাচ

শেষদিনের ম্যাচ শুরু হল। উইকেটে বিরাট-রাহানে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement