Advertisement

India VS England Yasasvi Jaiswal: জয়সওয়ালের ডাবল সেঞ্চুরিতে চালকের আসনে ভারত, অ্যান্ডারসনের তিন বলে ৩ ছক্কা

ইংল্যান্ডের (India VS England) বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করে ফেললেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। রাজকোট টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল সেঞ্চুরি করেন। আর মাত্র কিছু সময়ের মধ্যেই ঝোড়ো ইনিংস খেলে দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজেও ২০০ করেন। দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন তিনি।

জয়সওয়াল শনিবার চমৎকার সেঞ্চুরি করেছেন (সৌজন্যে: রয়টার্স)
Aajtak Bangla
  • রাজকোট,
  • 18 Feb 2024,
  • अपडेटेड 2:47 PM IST
  • ২০০ করলেন জয়সওয়াল
  • চার উইকেটে ৪৩০ রান করে ডিক্লেয়ার ভারতের

ইংল্যান্ডের (India VS England) বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করে ফেললেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। রাজকোট টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল সেঞ্চুরি করেন। আর মাত্র কিছু সময়ের মধ্যেই ঝোড়ো ইনিংস খেলে দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজেও ২০০ করেন। দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন তিনি।

ধীরে সুস্থে ইনিংস শুরু করেন যশস্বী জয়সওয়াল। শুরুতে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাটিং করেন তিনি। তবে উইকেটে টিকে যেতেই শুরু হয় মার। রবিবার জেমস অ্যান্ডারসনের এক ওভারে ২১ রান নিয়ে নেন তিনি। সেই ওভারে ছিল তিনটে পরপর ছক্কা। যা অবাক করে দেয় অ্যান্ডারসনকেও। ভারতীয় দল প্রথম ইনিংসে ৪৪৫ রান করে। এরপর ব্যাট করতে নেমে ৩১৯ রানে সমস্ত উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে শুরু হয় জয়সওয়াল শো। শুভমন গিলের সঙ্গে মাত্র ২০১ বলে ১৫৯ রানের ইনিংস খেলেন তিনি। এরপর কুলদীপ যাদবকে নিয়ে গড়েন ৫৫ রানের জুটি। সরফরাজ খানের সঙ্গেও তাঁর পার্টনারশিপ ১০০ পেরোয়। এই সিরিজে ২০টি ছক্কা মেরে রেকর্ড গড়েছেন জয়সওয়াল।

তবে এটা বলতেই হবে, জয়সওয়ালকে পরিকল্পনা করে একেবারেই বল করতে পারেনি ইংল্যান্ড। বারেবারে ফুলটস বল করতে থাকেন তাঁরা। তবে তাতে কখনই ভারতীয় ওপেনারের কৃতিত্ব ছোট হয় না। শুরুতে যথেষ্ট চাপ ছিল অ্যান্ডারসনকে খেলা। তবে সেই চাপ কাটিয়ে ওঠেন তিনি। প্রথমে রোহিত শর্মা আউট হওয়ার পর কিছুটা ধাক্কা খেলেও, ধৈর্য নিয়ে ব্যাট করে যেতে থাকেন তরুণ ওপেনার।

   

তবে শুধু জয়সওয়াল নয়, দারুণ ব্যাট করেন সরফরাজ খানও। তিনি দারুণ আক্রমানত্মক ব্যাট করেন। ইংল্যান্ডের বোলারদের দাঁড়াতেই দেননি এই জুটি। ভারতের রান চার উইকেট হারিয়ে ৪৩০। টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে এগিয়ে রয়েছে  রানে। তারপরেই ইনিংস ডিক্লেয়ার করে দেন রোহিত শর্মা। ফলে ইংল্যান্ডের সামনে এখন লক্ষ্য ৫৫৭।  

Advertisement

      

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement