Advertisement

Ranji Trophy: অভিষেকেই শতরান, তামিলনাডুর বিরুদ্ধে নেমেই চমক ধুলের

গুয়াহাটিতে রঞ্জির এলিট গ্রুপ এইচের ম্যাচে এই শতরান করেন তিনি। যদিও শতরান করেই আউট হন যশ। ১৫০ বল খেলে ১১৩ রান করে এম মহম্মদের বলে এলবিডাব্লিউ হন তিনি। তাঁর ইনিংস সাজান ১৮টি বাউন্ডারিতে। লাঞ্চের আগেই অর্ধ শতরান করে ফেলেন যশ। লাঞ্চের পরে ৪৪ ওভার চার বলে বাবা অপরাজিতের বলে দুই রান নিয়ে সেঞ্চুরি করে ফেলেন তিনি।

যশ ধুল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Feb 2022,
  • अपडेटेड 2:27 PM IST

অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করার পরেও নিজের ফর্ম ধরে রেখেছেন যশ ধুল (Yash Dhull)। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2022) অভিষেকেই সেঞ্চুরি করে ফেললেন। বৃহস্পতিবার গুয়াহাটিতে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচ খেলতে নামেন যশ। দাপটের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করলেন বিশ্বজয়ী অধিনায়ক। যশ বুঝিয়ে দিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও পৃথ্বী শ (Prithvi Shaw)-কেই অনুসরণ করতে চান তিনি। নিলামে (IPL Mega Auction 2022) ৫০ লক্ষ টাকার বিনিময় তাঁকে দলে নিয়েছে যশের শহরের দল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। দিল্লি রঞ্জি দলের হয়ে ওপেন করতে নেমে মাত্র ১৩৩ বলে শতরান করেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। ওয়ান ডে-র ঢঙে খেলতে দেখা যায় যশকে। মাত্র ৫৭ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন যশ। 

গুয়াহাটিতে রঞ্জির এলিট গ্রুপ এইচের ম্যাচে এই শতরান করেন তিনি। যদিও শতরান করেই আউট হন যশ। ১৫০ বল খেলে ১১৩ রান করে এম মহম্মদের বলে এলবিডাব্লিউ হন তিনি। তাঁর ইনিংস সাজান ১৮টি বাউন্ডারিতে। লাঞ্চের আগেই অর্ধ শতরান করে ফেলেন যশ। লাঞ্চের পরে ৪৪ ওভার চার বলে বাবা অপরাজিতের বলে দুই রান নিয়ে সেঞ্চুরি করে ফেলেন তিনি।

ক্যাপ্টেন বিরাট ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন, পৃথ্বী শ ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন এরপর যশ ধুল ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন। তামিলনাড়ুর বিপক্ষে প্রথম শ্রেণিতে অভিষেক হল এই তিন বিশ্বকাপজয়ী অধিনায়কের।

আরও পড়ুন: একাই নিলেন সাত উইকেট, ম্যাট হেনরির দাপটে ৯৫ রানে শেষ দক্ষিণ আফ্রিকা

আরও পড়ুন: 'আগে দল,' শ্রেয়সকে বাদ দিয়ে রোহিত কী বললেন?

 

Advertisement

অভিষেক ম্যাচে মাত্র ১০ রান করে আউট হন বিরাট কোহলি। প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ৫ রান করে ছিলেন পৃথ্বী শ। দিল্লির হয়ে ইনিংস ওপেন করতে আসা যশ ধুল তাঁর প্রথম ম্যাচে দুর্দান্ত খেললেন। তরুণ যশ ধুল, ধ্রুব শোরের সাথে ইনিংস শুরু করেছিলেন, মাত্র তিন ওভারের মধ্যে দুই উইকেট পড়ে যাওয়ার পরে নীতীশ রানার সাথে দিল্লির ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement