কারখানায় কাজ করার সময় ছোট বয়সে দুহাত বাদ পড়েছিল ছেলেটার। তার পরেও লড়াই থামাননি তিনি। স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। সেই স্বপ্ন পূরণ করেছেন। কার কথা বলছি বুঝতে পারছেন? আমির হুসেন লোন। মনে পড়ছে এই যুবককে? তাঁর খেলা ও ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখে তাঁর কাছে ছুটে গিয়েছিলেন লিটিম মাস্টার শচীন টেন্ডুলকার। নিজের সাইন করা ব্যাট তাঁর হাতে তুলে দিতে দেখা গিয়েছিল শচীনকে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরালও হয়েছিল। এবার সেই আমির হোসেনকে দেখা গেল বাংলায়।