চলতি বছরের শেষে দেশের মাটিতে বসছে ক্রিকেট বিশ্বকাপের আসর। তবে ICC 50 ওভারের বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একটা চাপা উত্তেজনা। কোন দলের খেলা পড়বে কোন মাঠে তা নিয়ে চলছে জল্পনা। দেশের কোন কোন মাঠে হবে হোম টিম ভারতের খেলা। কোথায় খেলা হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ? কত টাকা দাম হবে টিকিটের! সব প্রশ্নই এখন ভিড় করছে ভারতের ক্রিকেট অনুরাগীদের মনে? আর বাঙালি? অবশ্যই বাঙালির এখন একমাত্র ভরসা ইডেন-গার্ডেন্স। আদৌ কি ইডেনে পড়বে কোনও বিশ্বকাপের বড় ম্যাচ? ইডেন কি পেতে পারে ভারত- পাকিস্তান ম্যাচ? হবে কি কোনও সেমিফাইনাল বা ফাইনাল? সেই সব নিয়ে এখন কলকাতা ও বাঙালির চিন্তা-ভাবনা। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে যা খবর, নাগপুর, বেঙ্গালুরু, মুম্বই, দিল্লি, লক্ষ্ণৌ, গুয়াহাটি, ত্রিভান্দ্রাম, হায়দরাবাদ, কলকাতা, রাজকোট, ইন্দোর এবং ধর্মশালা ইতিমধ্যেই ভেন্যু হিসাবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছে। তবে যা খবর, হাই ভোল্টেজ ভারত-পাক ম্যাচ ইডেনে হওয়ার সম্ভাবনা খুবই কম। এই ম্যাচ হতে পারে গুজরাতের মাটিতে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার সম্ভাবনা। সেই সঙ্গে পাকিস্তান নিজেদের বেশিরভাগ ম্যাচ খেলতে পারে বেঙ্গালুরু ও চেন্নাইয়ে। নিরাপত্তা জনিত কারণে এমন সিদ্ধান্ত হতে পারে বলেই খবর। তবে ইডেন বা মুম্বই ছেড়ে হঠাৎ কেন গুজরাতেই ম্যাচ? অনেকে বলছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। ফলে গুজরাত তাঁর হোম অ্যাসোসিয়েশন, তাই বড় ম্যাচটি পড়ছে গুজরাতে। অন্যদিকে, কলকাতার ইডেন গার্ডেন্স ও গুয়াহাটি স্টেডিয়ামে পড়তে পারে বাংলাদেশের একাধিক ম্যাচ। তবে ইডেন গার্ডেন্স কেমন ধরনের ম্যাচ পাবে? যা খবর, ভারতের একটি ম্যাচ পড়তে পারে ইডেনে। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচ আসতে পারে ইডেনে। থাকতে পারে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ম্যাচও। একই সঙ্গে একটা সেমিফাইনাল ম্যাচ পেতে পারে ইডেন গার্ডেন্স, এমনটাও ঠিক হয়েছে বলে খবর BCCI সূত্রে। ইতিমধ্যেই 500 কোটি টাকা দিয়ে স্টেডিয়াম গুলো সারানোর কাজ চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি ভারতের মাটিতে চলবে ICC-র ক্রিকেট বিশ্বকাপ।