মেহতাব হোসেন। প্রাক্তন এই ফুটবলারের খেলোয়াড় জীবনের মতো তাঁর ব্যক্তিগত জীবনও বেশ বৈচিত্রময়। তাঁর স্ত্রী হিন্দু ঘরের। সেজন্য মেহতাবের বাড়িতে দুই ধর্মই সমানভাবে পালিত হয়। \'ব্যক্তিগত\'-তে সেই গল্প শোনালেন মেহতাব।