ফের মোহনবাগানের সভাপতি নির্বাচিত হলেদন স্বপন সাধন বসু (টুটু বসু)। বুধবার কার্যকারী কমিটির বৈঠক শেষে ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়ে দেন মোহনবাগানের নব নির্বাচিত সচিব দেবাশিস দত্ত। নির্বাচনের পর কমিটি গঠনের সময় থেকেই একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বকে কমিটিতে নিয়ে আসছিলেন দেবাশিস। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে কলকাতা ময়দানে। তবে সভাপতি নির্বাচন নিয়ে দীর্ঘ টাল বাহানার পরে এবার ফের প্রাক্তন সচিব টুটু বসুকেই সভাপতি হিসেবে নির্বাচন করল নতুন কমিটি।