Advertisement

Abhishek Banerjee: তৃণমূলের দিল্লিযাত্রা বাতিল ঘোষণা রেলের, ক্ষুব্ধ অভিষেকের দাবি, 'ভয় পেয়েছে'

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ২ অক্টোবর দিল্লি ধরনার কর্মসূচির ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল সাংসদ 'দিল্লি চলো' ডাক দেন। সেদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করেছিলেন এরাজ্যের বঞ্চিত শ্রমিকদের তিনি নিজেদের খরচায় টিকিট কেটে নিয়ে যাবেন। সেই মতোই কয়েক হাজার ১০০ দিনের কাজের শ্রমিককে দিল্লি ধরনার জন্য এই ট্রেনে করে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল জোড়াফুল শিবিরের। অগ্রিম টাকা জমাও নেওয়া হয়েছিল। তারপরেও বাতিলে চক্রান্তের গন্ধ পাচ্ছেন তাঁরা।

তৃণমূলের দিল্লিযাত্রা বাতিল ঘোষণা রেলের, ক্ষুব্ধ অভিষেকের দাবি, 'ভয় পেয়েছে'
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2023,
  • अपडेटेड 9:51 PM IST
  • তৃণমূলের দিল্লিযাত্রা বাতিল
  • ঘোষণা রেলের, ক্ষুব্ধ অভিষেক
  • তাঁর দাবি, 'ভয় পেয়েছে'

১০০ দিনের কাজ করেও টাকা না পাওয়ায় বঞ্চিত এ রাজ্যের নাগরিকদের ট্রেন ভাড়া করে তৃণমূলের দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনায় বড় ধাক্কা। তৃণমূলের ভাড়া করা বিশেষ ট্রেন আচমকা বাতিল বলে ঘোষণা করল পূর্ব রেল। আগামীকাল অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ওই ট্রেনে রাজধানীর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ১০০ দিনের কাজ সহ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষকে ওই ট্রেনে দিল্লি পৌঁছনোর পরিকল্পনা করেছিল তৃণমূল শিবির। কিন্তু আপাতত তা হচ্ছে না।

তৃণমূলের ‘মিশন দিল্লি’তে বড় বাধা হয়ে দাঁড়ানোর পথে রেল। দিল্লি যাওয়ার আগেরদিন শেষ মুহূর্তে বিশেষ ট্রেনকে বাতিল বলে ঘোষণা করেছে রেল। আর তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে টুইটারে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), সাংসদ ডেরেক ও ব্রায়েনরা (Derek O'Brien)। শুক্রবার রাতে নেতাজি ইনডোরে জেলা থেকে আসা কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিক সম্মেলনে তাঁর প্রশ্ন, ”ট্রেন আগাম টাকা নিয়েও বাতিল করল কেন। তাঁর প্রশ্ন, কেন্দ্রের ভয় কিসের?

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ২ অক্টোবর দিল্লি ধরনার কর্মসূচির ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল সাংসদ 'দিল্লি চলো' ডাক দেন। সেদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করেছিলেন এরাজ্যের বঞ্চিত শ্রমিকদের তিনি নিজেদের খরচায় টিকিট কেটে নিয়ে যাবেন। সেই মতোই কয়েক হাজার ১০০ দিনের কাজের শ্রমিককে দিল্লি ধরনার জন্য এই ট্রেনে করে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল জোড়াফুল শিবিরের। অগ্রিম টাকা জমাও নেওয়া হয়েছিল। তারপরেও বাতিলে চক্রান্তের গন্ধ পাচ্ছেন তাঁরা।

রেলের তরফ থেকে কী জানিয়েছে?

শনিবার হাওড়া থেকে এই বিশেষ ট্রেন চালানো সম্ভব নয়। বিশেষ কোচ দিতে না পারার কথা জানিয়ে ওই ট্রেন বাতিল করেছে রেল। এই ঘোষণার পরই ক্ষুব্ধ তৃণমূল সাংসদ। টুইটে ক্ষোভ উগরে তিনি বলেন, 'প্রতারণার চূড়ান্ততম দৃষ্টান্ত। অগ্রিম জমা নেওয়ার পরও নির্লজ্জভাবে ট্রেন দেবে না বলে জানিয়ে দিল বিজেপি সরকার। বাংলার মানুষের প্রতিবাদের অধিকার ও তাঁর ন্যায্য পাওনার দাবির পথে নির্বোধের মতো বাধা তৈরি করছে। এটা আসলে ওদের ভয়ের প্রতিফলন। পশ্চিমবঙ্গের মানুষের সামনে ওদের ভয় পেতে দেখে ভালো লাগছে।'

Advertisement

শুক্রবার সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এখানেই থাকছেন তৃণমূলের দিল্লি কর্মসূচিতে যোগদানকারী বাংলার জব কার্ড হোল্ডাররা। প্রাপ্য টাকার দাবিতে তাঁদের নিয়েই আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচি করার কথা তৃণমূলের। যদিও শুক্রবার সন্ধ্যাতেই জানা গিয়েছে, যে ট্রেনে করে তৃণমূল এই জব কার্ড হোল্ডারদের দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, সেই ট্রেনের অনুমোদন দেয়নি রেল। এর পরেই অভিষেক আসেন নেতাজি ইন্ডোরে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘‘প্রতিহিংসা পরায়ণ মোদী সরকার বাংলার বঞ্চিত এবং গরীব মানুষদের দিল্লি যেতে দিতে চায় না। সে জন্যই রেল অনুমোদন ওই ট্রেনের অনুমোদন দেয়নি।’’ একই সঙ্গে অভিষেক প্রশ্ন তোলেন, ‘‘রেল যদি অনুমোদন না-ই দেবে, তবে গত ২৩ সেপ্টেম্বর আবেদন জমা দেওয়ার পর সিকিওরিটি ডিপোজিট হিসাবে টাকা জমা নিয়েছিল কেন?’’

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, IRCTC-এর কাছে ট্রেন পেতে ৫০ লাখ টাকা ভাড়া এবং ১১ লাখ টাকা কশান মানি হিসেবে জমা রাখা হয়েছিল। সমস্ত নিয়ম মেনে টাকা দিয়েই আবেদন করা হয়েছিল। প্যান্ট্রি-সহ ২২টি স্লিপার বগি সহ একটি বিশেষ ট্রেনের আর্জি ছিল তৃণমূলের। সেই পরিকল্পনা অনুযায়ী শুক্রবারই রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে বঞ্চিত মানুষেরা দিল্লি যাত্রার জন্য কলকাতা এসে পৌঁছেছে। ২ অক্টোবর এবং ৩ অক্টোবর দিল্লিতে ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ধরনা কর্মসূচি রয়েছে তৃণমূলের।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement