Advertisement

Barrackpore Firing: ব্যারাকপুর-কাণ্ডে গ্রেফতার ২, পুলিশি নিরাপত্তা ছাড়তে চাইলেন অর্জুন

বুধবার ব্যারাকপুরে ভরসন্ধেয় সোনার দোকানে ঢুকে লুঠপাঠের চেষ্টা চালায় দুষ্কৃতীরা। বাধা দেওয়ায় গুলি চালায় তারা। নিহত হন দোকানের মালিকের ছেলে। আহত হন মালিক ও এক কর্মী।

ব্যারাকপুর-কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া অর্জুনের। ব্যারাকপুর-কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া অর্জুনের।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 May 2023,
  • अपडेटेड 2:42 PM IST
  • ব্য়ারাকপুরের গুলিকাণ্ডে ধৃত ২।
  • পুলিশের ভূমিকায় আরও একবার প্রশ্ন তুললেন অর্জুন।
  • দরকারে নিজের নিরাপত্তা তুলে নেওয়ার প্রস্তাব।

ব্যারাকপুরকাণ্ডে দু'জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দুই অভিযুক্ত সফি খান ও জামশেদ আনসারি। এই ঘটনায় আরও একবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। গতকাল, বৃহস্পতিবার পুলিশের শরীরিক গঠন নিয়ে কটাক্ষ করেছিলেন অর্জুন। এ দিন পুলিশি নিরাপত্তা নিয়ে তিনি লজ্জিত বলে দাবি করলেন। ব্যারাকপুরের সাংসদের কথায়,'নিরাপত্তা নিতে চলতে লজ্জা হয়। ব্যারাকপুরের সাংসদ হয়ে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছি না। এ দিকে আমি নিজে ভিভিআইপি নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি।'

এ দিন নিজের বাড়িতে সাংবাদিকদের অর্জুন বলেন,'আমি একজন জনপ্রতিনিধি। মানুষের ভোটে জিতেছি। মানুষের কাছে আমার দায়বদ্ধতা আছে। আমাকে মানুষের পাশে থাকতে হবে। এখন নিরাপত্তা নিয়ে আমি ঘুরে বেড়ালে আমাকে টিটকিরি দেবে। যাঁরা ভোটে জিতিয়েছেন তাঁদের আমি নিরাপত্তা দিতে পারছি না। অথচ আমি নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তাই আমি বলেছি, আমার নিরাপত্তা সরিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বাড়ানোর দরকার।'

পুলিশের ভূমিকায় আরও একবার প্রশ্ন তুলে অর্জুন বলেন,'পুলিশ কমিশনার অফিস থেকে ঢিল ছড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। যে কোনও ঘটনা ঠেকাতে আগে থেকে যে নজরদারি, সতর্ক করা, তথ্য আদান-প্রদান- সবটাই বন্ধ হয়ে গিয়েছে। 
শুধুমাত্র মোবাইল চেক করে অপরাধীদের ধরা সম্ভব নয় কারণ অপরাধীরাও অনেক চালাক হয়ে গেছে। ওই এলাকায় অনেক বড় বড় দোকান থাকা সত্ত্বেও একটা ছোট্ট দোকানে ঢুকে কেন গুলি চালালো? তোলাবাজি সিস্টেমটাকে ডেভলপ করার জন্য এটা করা হয়েছে। যাতে এবার কাউকে ফোন করা হলে ভয়ে টাকা পৌঁছে দেবে, না হলে সে মারা যাবে। এই ধরনের ঘটনায় একজন সংসদ হিসেবে আমি লজ্জিত। সেই কারণে আমি বলছি যদি পুলিশ কম পড়ে তবে আমার সিকিউরিটি তুলে নেওয়া হোক। মানুষকে সুরক্ষা দেওয়ার প্রয়োজন।'

আরও পড়ুন

বুধবার ব্যারাকপুরে ভরসন্ধেয় সোনার দোকানে ঢুকে লুঠপাঠের চেষ্টা চালায় দুষ্কৃতীরা। বাধা দেওয়ায় গুলি চালায় তারা। নিহত হন দোকানের মালিকের ছেলে। আহত হন মালিক ও এক কর্মী। ওই ঘটনায় সিসিটিভি খতিয়ে দেখে দুষ্কৃতীদের সনাক্ত করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্ত সফি খান ও জামশেদ আনসারিকে। তারা খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে দাবি পুলিশের। রহড়া থেকে সফি খান ও বীরভূমের মুরারই থেকে জামশেদ আনসারিকে পাকড়াও করা হয়েছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement