অশনির প্রভাব যেন কাটছেই না। তার জেরে শুক্রবার পর্যন্ত রাজ্য়ের বিভিন জায়গায় সতর্কবার্তা জারি করে দিল আলিপুর আবহাওয়া দফতর। জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ১৩ তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত রাজ্যের আবহাওয়া অনুকূল থাকবে না। ফলে মেনে চলতে হবে সতর্কবার্তা।
কী কী সেই সতর্কবার্তা? আলিপুর হাওয়া অফিস সাফ জানিয়েছে ১৩ তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত সমুদ্রের ধারে কার্যত যাওয়া যাবে না। তাদের তরফে জারি করা ৩ দফা নির্দেশিকায় বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত .কোনওভাবেই সমুদ্রে যাওয়া যাবে না। ধরা যাবে না মাছ। ১২ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রের ধারে গতিবিধি নিয়ন্ত্রিত রাখতে হবে। সমুদ্র তীরবর্তী এলাকার মানুষকে সতর্কা থাকতে হবে।
আরও পড়ুন : Viral Shoe : ছেঁড়া-ফাটা এই জুতোর দাম ৪৮ হাজার, কাঁপাচ্ছে নেট দুনিয়া
কেন এই সতর্কবার্তা? হাওয়া অফিস জানিয়েছে ১২ মে সকালে শক্তি হারিয়ে অশনি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। যার জেরে বৃষ্টি হবে বাজ্যের বিভিন্ন জেলায়। প্রসঙ্গত, এমনিতেই পরপর কদিনের বৃষ্টির জেরে রাজ্যের সমুদ্র উপকূলবর্তী বেশ কিছু এলাকায় জল ঢুকেছে। উত্তাল হয়েছে সমুদ্র। জেলায় জেলায় বৃষ্টিও হয়েছে। আর নিম্নচাপের জেরে ফের নতুন করে বৃষ্টি হতে পারে। তাই সতর্কবার্তা।
হাওয়া অফিস আরও জানিয়েছে, ১২ চারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া, পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। আবার ২ দিন পর থেকে তাপমাত্রা বাড়বে । উত্তরবঙ্গে তাপমাত্রা একই থাকবে। তবে কাল নিম্নচাপ ঘণীভূত হলে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে অশনির কারণে ঝড়ের কোনও সতর্কতা নেই রাজ্যে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, ধীরে ধীরে দুর্বল হবে অশনি। সেই পূর্বাভাস মিলেও গিয়েছে। তীব্র ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তারপর শক্তিও হারিয়েছে।