রবিবার,৩ ডিসেম্বর চার রাজ্যে ভোটের মফল প্রকাশের পর দেখা যায় হিন্দি বলয়ের মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের ক্ষমতা দখল করেছে বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে হিন্দি বলয়ের এই তিন রাজ্যের ফল যথেষ্টই অক্সিজেন দিয়েছে গেরুয়া শিবিরকে। উল্লেখ্য রবিবার ফল প্রকাশের পর দেখা যায় ১৯৯ আসনের রাসজস্থান বিধানসভায় ১১২টিতেই জয়ী হয়েছে বিজেপি। ক্ষমতা দখলের পরই মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। রাজস্থানে মুখ্যমন্ত্রী পদে বিজেপির মুখ হিসাবে উঠে আসছে দিয়া কুমারীর নাম। বিজেপি সাংসদ দিয়া কুমারী এবার রাজস্থানের ভোটে অংশ নেন। বিপুল ভোটে জয়ীও হয়েছেন তিনি। রাজস্থানের মুখ্যমন্ত্রী পদের দাবিদার রয়েছেন যেকজন, তাঁদের মধ্যে অন্যতম দিয়া কুমারী। জয়পুরের শেষ রাজা দ্বিতীয় মান সিংহের নাতনি দিয়া। এই দ্বিতীয় মান সিংহের তৃতীয় স্ত্রী হলেন গায়ত্রী দেবী। কোচবিহারের রাজকন্যা ছিলেন তিনি।