Advertisement

টেক

Airtel-এর নয়া ৩ প্ল্যান, ১ বছরের Disney+ Hotstar সাবস্ক্রিপশন ফ্রি!

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 16 Sep 2021,
  • Updated 11:41 PM IST
  • 1/6

Airtel: এয়ারটেল (Airtel) নিয়ে এল তিন তিনটি নতুন প্ল্যান। এর ফলে গ্রাহকেরা বিভিন্ন রকম পরিষেবা পাবেন। তাঁরা হাই স্পিড ডেটা, আনলিমিটেড কম এবং এসএমএস পাবেন। এর পাশাপাশি আরও একটি জিনিস তাঁরা পাবেন। আর তা হল ডিজনিপ্লাস হটস্টার (Disney+ Hotstar)-এর সাবস্ক্রিপশন। এবং তা-ও নিখরচায়। নিঃসন্দেহে সবাই জানতে চাইবেন, সেই প্ল্যানের ব্যাপারে।

  • 2/6

কারণ মোবাইল রিচার্জ করে কোনও ওটিটি পরিষেবা ফ্রিতে পেতে ভালই হয়। আর ইতিমধ্যে অনেক মোবাইল পরিষেবা সংস্থা তা করে। মানে তারা ওটিটি পরিষেবা নিখরচায় দেয়। এ নিয়ে তাদের মধ্য়ে প্রবল প্রতিযোগিতা। আর তাই গ্রাহক ধরে রাখতে তারা নিত্যনতুন প্ল্যান নিয়ে আসে। তেমনই একটি আনল এয়ারটেল (Airtel)।

  • 3/6

দেখি নিই সেগুলো কী কী। এর মধ্যে একটি হল ২,৭৯৮ টাকার বার্ষিক প্ল্যান। এর ভ্যালিডিটি ৩৬৫ দিন। মাসে মাসিক খরচ দাঁড়াচ্ছে ২৩৪ টাকা। এই রিচার্জ করলে কী কী সুবিধা পাওয়া যাবে, দেখি। এখানে রয়েছে রোজ আনলিমিটেড ভয়েস কল, রোজ ১০০ করে এসএমএস আর রোজ ২ জিবি করে ডেটা। আর ডিজনিপ্লাস হটস্টার (Disney+ Hotstar)-এর পরিষেবা। এর পাশাপাসি পাওয়া যাবে অ্য়ামাজন প্রাইমও। সেটিও এর সঙ্গেই যুক্ত।

  • 4/6

৪৯৯ টাকা খরচ করতে হয় ডিজনিপ্লাস হটস্টার (Disney+ Hotstar) মোবাইল সাবস্ক্রিপশনের পেতে। এর সঙ্গে মিলছে এয়ারটেল (Airtel) এক্সট্রিম প্রিমিয়াম, ফ্রি হ্যালটিউনস, ৩ মাসের জন্য উইঙ্ক মিউজিক। আর ফাস্টট্যাগে ১০০ টাকার ছাড়।

  • 5/6

এবার ৪৯৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে আর কী পাওয়া যেতে পারে, দেখি। এটিতে আগের মতোই সুবিধা পাওয়া যাবে। তবে মিলবে বেশি ডেটা। এখানে দৈনিক ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে। এর ভ্য়ালিডিটি ২৮ দিনের।

  • 6/6

আর একটি প্ল্যান রয়েছে ৬৯৯ টাকার। ৫৬ দিনের জন্য রোজ ২ জিবি করে ডেটা পাওয়া যাবে। এয়ারটেল জানিয়েছে, তাদের সব পোস্টপেড প্ল্যানে ১ বছরের জন্য ডিজনিপ্লাস হটস্টার (Disney+ Hotstar)-এর পরিষেবা মিলবে ফ্রি। এর জন্য খরচ পড়ে ৪৯৯ টাকা। তবে তা সব পোস্টপেডে ফ্রি-তে পাওয়া যাবে। এর পাশাপসি এয়ারটেল (Airtel) জানিয়েছে, ৯৯৯ টাকা এবং তার থেকে বেশি দামের এয়ারটেল (Airtel) এক্সট্রিম ফাইবারের প্ল্যানে ১ বছরের জন্য ৮৯৯ টাকার ডিজনিপ্লাস হটস্টারের পরিষেবা পাওয়া যাবে।

Advertisement
Advertisement