Advertisement

টেক

GB WhatsApp কী? এই অ্যাপ আদৌ নিরাপদ? জেনে নিন

Aajtak Bangla
  • 30 Jun 2021,
  • Updated 5:37 PM IST
  • 1/8

ভারতের WhatsApp ব্যবহারকারীর সংখ্যা ব্যাপক। কিছু দিন আগেই WhatsApp তাদের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্কের কেন্দ্রে ছিল। ওই সময় বহু গ্রাহক হোয়াটসঅ্যাপ-এর বদলে Signal বা Telegram ব্যবহার করা শুরু করে। এহেন সময়ে আরও একটি অ্যাপ GB WhatsApp গুগল-এ ট্রেন্ডিং। কী GB WhatsApp? জেনে নেওয়া যাক।

  • 2/8

সবার প্রথমে বলা রাখা উচিত, GB WhatsApp কিন্তু অরিজিনাল WhatsApp-এর কোনও আপডেটেড ভার্সান নয়। কিন্তু এই অ্যাপটিতে অরিজিনাল হোয়াটসঅ্যাপ-এর মতোই পরিষেবা মিলবে।

  • 3/8

সে ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে GB WhatsApp-এর ব্যবহার। কারণ, ডেটায় ঘাটতি হতে পারে। যদিও এই অ্যাপে অরিজিনাল ফাংশনের সঙ্গে কাস্টমারাইজেশনের মতো একাধিক অতিরিক্ত ফিচার থাকছে। 

  • 4/8

GB WhatsApp-কে বেসিক্যালি হোয়াটসঅ্যাপ-এর আরও আপার ভার্সান বলা যেতে পারে। এই অ্যাপটি গুগল প্লে থেকে সরাসরি ডাউনলোড করা যাবে না। এর APK সার্চে ডাউনলোড করা যেতে পারে। 

  • 5/8

GB WhatsApp ব্যবহারের ক্ষতিকর দিকটি হল, আপনার অরিজিনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক হতে পারে। সাইবার বিশেষজ্ঞরাও এই অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করছেন।
 

  • 6/8

এই অ্যাপটি-তে অটো-রিপ্লাই ফিচার আছে। লাস্ট সিন গোপন রাখা যায়। একসঙ্গে গ্রুপে ৩২ জনকে রাখা যায়।

  • 7/8

যে কোনও হোয়াটসঅ্যাপ স্টোরি সেভ করে রাখতে পারবেন ডিভাইসে। সব ধরনের ফাইল পাঠানো যাবে। কারও স্টেটাস কপি করা যাবে। ৬০০ জন পর্যন্ত ব্রকাস্ট মেসেজ পাঠানো যাবে।

  • 8/8

এছাড়াও একাধিক ফিচার রয়েছে, যা ব্যবহারের ফলে সাইবার সুরক্ষায় বিপজ্জনক হতে পারে গ্রাহকের। 
 

Advertisement
Advertisement