Advertisement

ইউটিলিটি

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন, জানুন বিস্তারিত

Aajtak Bangla
  • 30 Jun 2021,
  • Updated 7:20 PM IST
  • 1/8

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঘোষণা করেন। যাতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন পড়ুয়ারা। কিন্তু কীভাবে করবেন এই আবেদন জানুন বিশদে। 

  • 2/8

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সাধারণত দুটি ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে অনলাইনে। এগিয়ে বাংলা এবং পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরের ওয়েবসাইট থেকে অনলাইন মারফত আবেদন করা যাবে।

  • 3/8

jpg কিংবা jpeg সাইজের ছবি, সহ আবেদনকারীর কালার ছবি, অনলাইন সই, সহ অবেদনকারী কিংবা অভিভাবকের অনলাইন সই, আধার কার্ড, দশম শ্রেণির রেজিস্ট্রেশন সার্টিফিকেট (যদি আধার কার্ড না থাকে),  অভিভাবকের ঠিকানা, অ্যাডমিশন বিল, প্যান কার্ড নম্বর।

  • 4/8

অনলাইন রেজিস্ট্রেশনের জন্য https://wbscc.wb.gov.in/ ওয়েসাইটে যেতে হবে। সেখানে students registration অপশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকবে। সেটি সংগ্রহ করে রাখতে হবে। 

  • 5/8

রেজিস্ট্রেশন ফর্মের যা যা জানতে চাওয়া হবে তার সঠিক বিবরণ দিতে হবে। যদিও কোথাও কোনও পড়ুয়ার সমস্যা হয়, সেক্ষেত্রে এই লিঙ্কে ক্লিক করে সাহায্য নিতে পারেন। 
 

  • 6/8

যে আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেটা দিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সাইন ইন করতে পারবেন।  সেখানে আপনাকে মূলত ৫টি ধাপ পার হতে হবে। এটির প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন । যেটি আপনি আগেই করে নিয়েছেন।

  • 7/8

বাকি চারটে হচ্ছে  Application form fill up, upload supporting documents, application submission, Status। এর মধ্যে প্রথম ৩টিতে আপনার কাছে যা যা তথ্য চাওয়া হবে, সেটা দিতে হবে। ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।

  • 8/8

সব কটি ধাপ পূরণ হলে আপনি শেষ অপশন Status-এ দেখতে পারবেন আপনার রেজিস্ট্রেশনটি বৈধ হয়েছে কিনা। 

Advertisement
Advertisement