Advertisement

টেক

High-Speed Electric Scooter: মাত্র ২০ টাকার বিদ্যুৎ খরচ, ১২৫ কিলোমিটার মাইলেজ দেবে এই ই-স্কুটার!

Aajtak Bangla
  • 05 Aug 2021,
  • Updated 5:07 PM IST
  • 1/6

পেট্রোল-ডিজেলের দাম এখন আকাশছোঁয়া! এই পরিস্থিতিতে মানুষ এখন বিদ্যুৎচালিত পরিবেশবান্ধব গাড়ির দিকেই বেশি ঝুঁকছে। ফলে ক্রমশ বাড়ছে বিদ্যুৎচালিত বিদ্যুৎচালিত গাড়ির বিক্রি। সেই চাহিদাকে মাথায় রেখেই High-Speed electric scooter এনেছে দিল্লির সংস্থা Komaki SE।

  • 2/6

এই বৈদ্যুতিক স্কুটারটি 3KW BLDC বৈদ্যুতিক মোটর এবং একটি ডিটাচেবল লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকে সজ্জিত। সংস্থার দাবি, এই স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়ার পর ১০০ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার পর্যন্ত চলবে।

  • 3/6

কিন্তু Komaki SE electric scooter-এর লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে কতটা বিদ্যুতের খরচ হবে? সংস্থার দাবি, মাত্র ২.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে এই স্কুটারটির ব্যাটারি সম্পূর্ণ চার্জ দিতে। অর্থাৎ, মোটামুটি ২০ টাকার বিদ্যুৎ খরচে প্রায় ১২৫ কিলোমিটার ছুটবে এই Electric Scooter!

  • 4/6

অনেক হাই-টেক বৈশিষ্ট্যযুক্ত Komaki SE স্কুটারটি ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটতে সক্ষম। এই ই-স্কুটারটিতে তিনটি রাইডিং মোড রয়েছে। ভারতের বাজারে Komaki SE electric scooter গারনেট রেড, ডিপ ব্লু, মেটালিক গোল্ড এবং জেট ব্ল্যাক— এই চারটি রঙে পাওয়া যাচ্ছে।

  • 5/6

Komaki SE স্কুটারটিতে রয়েছে এলইডি ডিসপ্লে, মাল্টিমিডিয়া কন্ট্রোল সুইচ এবং ইনবিল্ট ব্লুটুথ স্পিকার। এ ছাড়াও, এটিতে রয়েছে একটি রিমোট লকিং এবং অ্যান্টি থেপ্ট সিস্টেম। নির্ভরযোগ্য ব্রেকিংয়ের জন্য Komaki SE স্কুটারটির সামনে আর পিছনের চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। 

  • 6/6

Komaki SE স্কুটারটির সামনে যথেষ্ট স্টোরেজ স্পেস রয়েছে। এ ছাড়াও, ইউএসবি চার্জিং পোর্ট, একটি ডেডিকেটেড ক্রুজ কন্ট্রোল সুইচ রয়েছে। এই বৈদ্যুতিক স্কুটারটিতে রয়েছে ১৬ ইঞ্চির অ্যালোয় হুইল। এই ই-স্কুটারটির দাম মোটামুটি ১ লক্ষ টাকার মধ্যেই।

Advertisement
Advertisement