Advertisement

টেক

Amazon Offer : দুর্দান্ত অফার, ৯০০ টাকারও কম দামে ঘরে আনুন AC

Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Feb 2022,
  • Updated 3:45 PM IST
  • 1/6

আপনি কি সস্তায় AC কেনার পরিকল্পনা করছেন? তাহলে এখানে পাবেন পোর্টেবল Air Cooler বা মিনি AC-র ভাল অপশান। এগুলি আপনি যেকোনও জায়গায় নিজের জন্য ব্যবহার করতে পারেন। আকারে ছোট হওয়ার সঙ্গে সঙ্গে এর দাম কম। চলুন Amazon-এ বিক্রি হওয়া এই Air Cooler-এর ভাল বিশেষ বিষয়গুলি জেনে নেওয়া যাক। 
 

  • 2/6

Amazon-এ মাত্রা ৮১৯ টাকায় পাওয়া যাচ্ছে Belanto-র USB Air Cooler। অফিসে পার্সোনাল স্পেসে এটির ব্যবহার করা যায়। এতে রয়েছে ৩ স্পিড কন্ট্রোল সেটিংস। সংস্থার দাবি, ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলে এটি ৮ ঘণ্টা ব্যবহার করা যায়। 

  • 3/6

Belanto-র পোর্টেবল Air Cooler-এ রয়েছে LED Mood Light। রয়েছে ৭টি রঙের অপশান। এটিকে Cools, humidifies ও  purifies, এই ৩টি মোডে ব্যবহার করা যায়। প্রতি মোডেই আলাদা আলাদা স্পিডে হাওয়া পাওয়া যাবে। 

প্রতীকী ছবিTricky Interview Questions : Password-কে হিন্দিকে কী বলা হয়?

  • 4/6

এছাড়া Amazon-এ পাওয়া যাচ্ছে Nexpress নামের একটি ব্র্যান্ডের মিনি এয়ার কুলারও। দাম ৮৯৯ টাকা। এটির আকার ১৬.৫x১৬.৫x১৭.৫ সেন্টিমিটার। এটিতে ব্যবহার হচ্ছে USB প্লাগ। অর্থাৎ এটিকে চার্জ করা যায়। 

  • 5/6

পার্সোনাল কুলারকে অনেকে রুম কুলারও বলেন। সেগুলি ঘরে ব্যবহার হয়। তবে তবে পোর্টেবল কুলার ব্যবহার হয় ডেস্কে। এগুলির মধ্যে বরফের টুকরো বা ২ কাপ জল ব্যবহার করা যায়। 
 

  • 6/6

সংস্থা জানাচ্ছে, কুলারে সর্বোচ্চ লিমিটের পর কখনওই জল ভরা উচিত নয়। এগুলি সাইজে ছোট হওয়ার কারণে বিদ্যুৎও কম খরচ হয়। এগুলির ওজন প্রায় ১০০ গ্রাম। মাথায় রয়েছে পাওয়ার স্যুইচ। তাছাড়া আরও ২টি স্যুইচ রয়েছে। সেগুলি স্পিড কমাতে বাড়াতে বা লাইট অন-অফ করতে ব্যবহার হয়।  

Advertisement
Advertisement