Advertisement

টেক

Chinese Apps Ban: নতুন করে ৫৪ চিনা অ্যাপ 'নিষিদ্ধ' ভারতে, তালিকায় কারা?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Feb 2022,
  • Updated 1:45 PM IST
  • 1/6

আবারও চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার।'দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক' বলে ৫৪টি অ্যাপকে নিষেধাজ্ঞার তালিকায় ফেলা হয়েছে বলে বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের শীর্ষ সূত্রের খবর। 

  • 2/6

উল্লেখ্য, ২০২০ সালের জুন থেকে অন্তত ২২৪টি চিনা স্মার্টফোন অ্যাপকে সরকার ব্যান করেছে। এর মধ্যে রয়েছে টিকটক, শেয়ারইট, উইচ্যাট, ইউসি নিউজ, বিগো লাইভ, লাইকি এবং এমআই কমিউনিটি অ্যাপ। 

  • 3/6

নতুন করে আরও ৫৪টি অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে বলে খবর। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই অ্যাপগুলিকে আগেই নিষিদ্ধ করেছিল ভারত সরকার। তবে নতুন নামে সেগুলি ফের চালু হয়েছে।

  • 4/6

অ্যাপগুলির উৎস দেশ খতিয়ে দেখার পর সরকার অ্যাপ নিষিদ্ধকরণের নির্দেশিকা জারি করেছে।      

  • 5/6

কোন অ্যাপগুলি ব্যান?

বিউটি ক্যামেরা অ্যাপ সুইট সেলফি এইচডি, বিউটি ক্যামেরা- সেলফি ক্যামেরার পাশাপাশি ইক্যুয়েলাইজা অ্যান্ড বেস বুস্টার, ক্যামকার্ড ফর সেলসফোর্স এন্টারটেইনমেন্ট, আইসোল্যান্ড ২- অ্যাসেজ অব টাইম লাইট, ভিভা ভিডিও এডিটর, টেনসেন্ট জাইভার, অনমাইওজি চেজ, অনমাইওজি এরিনা, অ্যাপ লক এবং ডুয়েল স্পেস লাইট। 

  • 6/6

মন্ত্রক সূত্রের খবর, একাধিক অ্যাপ ব্যবহারকারীর অনুমতি না নিয়ে তথ্য পাচার করে দিচ্ছিল চিনা তথ্যভাণ্ডারে  (China-based data centres)।তাদের সফটওয়্যারও ত্রুটিপূর্ণ। শীঘ্রই নিষিদ্ধ অ্যাপের তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। 

Advertisement
Advertisement