আবারও চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার।'দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক' বলে ৫৪টি অ্যাপকে নিষেধাজ্ঞার তালিকায় ফেলা হয়েছে বলে বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের শীর্ষ সূত্রের খবর।
উল্লেখ্য, ২০২০ সালের জুন থেকে অন্তত ২২৪টি চিনা স্মার্টফোন অ্যাপকে সরকার ব্যান করেছে। এর মধ্যে রয়েছে টিকটক, শেয়ারইট, উইচ্যাট, ইউসি নিউজ, বিগো লাইভ, লাইকি এবং এমআই কমিউনিটি অ্যাপ।
নতুন করে আরও ৫৪টি অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে বলে খবর। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই অ্যাপগুলিকে আগেই নিষিদ্ধ করেছিল ভারত সরকার। তবে নতুন নামে সেগুলি ফের চালু হয়েছে।
অ্যাপগুলির উৎস দেশ খতিয়ে দেখার পর সরকার অ্যাপ নিষিদ্ধকরণের নির্দেশিকা জারি করেছে।
কোন অ্যাপগুলি ব্যান?
বিউটি ক্যামেরা অ্যাপ সুইট সেলফি এইচডি, বিউটি ক্যামেরা- সেলফি ক্যামেরার পাশাপাশি ইক্যুয়েলাইজা অ্যান্ড বেস বুস্টার, ক্যামকার্ড ফর সেলসফোর্স এন্টারটেইনমেন্ট, আইসোল্যান্ড ২- অ্যাসেজ অব টাইম লাইট, ভিভা ভিডিও এডিটর, টেনসেন্ট জাইভার, অনমাইওজি চেজ, অনমাইওজি এরিনা, অ্যাপ লক এবং ডুয়েল স্পেস লাইট।
মন্ত্রক সূত্রের খবর, একাধিক অ্যাপ ব্যবহারকারীর অনুমতি না নিয়ে তথ্য পাচার করে দিচ্ছিল চিনা তথ্যভাণ্ডারে (China-based data centres)।তাদের সফটওয়্যারও ত্রুটিপূর্ণ। শীঘ্রই নিষিদ্ধ অ্যাপের তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।