Advertisement

টেক

এই ফোনগুলিতে খেলা যাবে না battlegrounds mobile, জানুন বিশদে

Aajtak Bangla
  • 18 Jun 2021,
  • Updated 11:59 PM IST
  • 1/5

অনেক অপেক্ষার পরে লঞ্চ হয়েছে battlegrounds mobile india। যদিও এটা বিটা ভার্সন। তবে সব ধরনে মোবাইল ব্যবহারকারীরা চাইলেও এই গেমটি খেলতে পারবেন না। 

  • 2/5

সবই অ্যান্ড্রয়ড ফোনেই গেম সার্পোট দেয়। ফোনে ন্যূনতম ২ জিবি ব়্যাম প্রয়োজন। সেই সঙ্গে দরকার আপডেটেড অ্যান্ড্রয়েড। পাশাপাশি ফোনের ওএস সংস্করণটি অ্যান্ড্রয়েড ৫.১.১ হওয়া উচিত।
 

  • 3/5

ফলে ২ জিবি মোবাইলের নিচে যেসব ফোনে ব়্যা রয়েছে সেই সব গ্রাহকরা চাইলেও এই গেমটি খেলতে পারবেন না। এই তালিকায় Tecno Spark 7, Samsung Galaxy M01 Core মতো ফোন গুলি রয়েছে।

  • 4/5

কম ব়্যাম এবং প্রসেসরের ফোনে এখন গেম ভালো চলে না। ২ জিবি ব়্যামের ফোনেও কেমন চলবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ৪ থেকে ৬ জিবি কিংবা তার বেশি ব়্যামযুক্ত মোবাইলে গেম খেললে তা আরও ভালো হয়।

  • 5/5

সাধারণত ২০ হাজার সেগমেন্টে যেসব মোবাইল সেট আসে, সেই সব মোবাইল গেমিং মোবাইল হয়। সেই মোবাইলগুলিতে এই গেম ভালো মতো খেলা যায়।
 

Advertisement
Advertisement