Advertisement

টেক

Gmail ব্যবহারে সাবধান! এভাবে খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 31 Aug 2021,
  • Updated 2:24 PM IST
  • 1/6

সুরক্ষিত রাখুন নিজের Gmail অ্যাকাউন্ট। সম্প্রতি একটি অনলাইন জালিয়াতি চক্র সামনে এসেছে। যেখানে টার্গেট করা হচ্ছে Gmail অ্যাকাউন্টগুলিকে। 

  • 2/6

এই নয়া জালিয়াতিতে গ্রাহকদের নতুন ভাবে টার্গেট করা হয়। কোনওরকম ম্যালওয়ার বা ভুয়ো লিঙ্ক পাঠানো হয় না। Kaspersky এই বিষয়ে রিপোর্ট করেছে। 

  • 3/6

এই জালিয়াতিতে হ্যাকাররা Amazon বা PayPal মতো বড় ব্র্যান্ডের নামে ভুয়ো মেল ​​পাঠায়। এই ইমেইলে দাবি করা হয় যে ভিকটিমের অ্যাকাউন্ট থেকে প্রচুর কেনাকাটা করা হয়েছে। অন্যান্য ইমেইল কেলেঙ্কারির মতো, এই ইমেল কেলেঙ্কারিতেও অফিসিয়াল ফন্ট এবং লোগো ব্যবহার করা হয়।
 

  • 4/6

এই ইমেলে বলা হয়ে যে আপনার অ্যামাজন বা পেপাল অ্যাকাউন্ট থেকে কেনাকাটা বন্ধ করার কোনও উপায় নেই। অর্ডার বাতিল করার জন্য এর জন্য কেবল একটি বিকল্প রয়েছে। এর জন্য একটি ফোন কল করতে হবে।
 

  • 5/6

মেলের সঙ্গে একটি ফোন নম্বর থাকে। সেখানে ফোন করলে প্রতারকরা নিজেদের অ্যামাজনের এজেন্ট হিসাবে পরিচয় দেয়। পাশাপাশি ব্যাঙ্কের বিভিন্ন তথ্যও তারা জেনে নেয় ।
 

  • 6/6

তারপরেই হ্যাক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খালি করতে দিতে পারে হ্যাকারা। এভাবে অনেকেই প্রতারিত হয়েছে বলে খবর।  
 

Advertisement
Advertisement