Advertisement

টেক

আপনার Aadhar লিঙ্কে কতগুলি সিম অ্যাক্টিভ? এই পোর্টালে জেনে নিন

Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Sep 2021,
  • Updated 2:18 PM IST
  • 1/7

কিছু সময় আগে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশান (DOT) একটি ওয়েবপোর্টাল চালু করে, যার মাধ্যমে ইউজার জানতে পারেন যে তাঁর নামে কতগুলি মোবাইল কানেকশান ইস্যু করা হয়েছে। এর জন্য TAFCOP পোর্টাল ব্যবহার করা যায়। 
 

  • 2/7

এই পোর্টাল থেকে জানা যায় যে একটি আধার কার্ডে (Aadhar Card) কতগুলি সিম চালু করা হয়েছে। DOT-র গাইডলাইন অনুযায়ী একটি আধারকার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি ৯টি মোবাইল কানেশকাশন নেওয়া যায়। 

  • 3/7

যদি ইউজারের মনে হয় যে তাঁর আধার কার্ডের মাধ্যমে কোনও ভুল নম্বর চালু রয়েছে, তাহলে সেটি বন্ধ করার আবেদনও পোর্টালের মাধ্যমে করা যায়। কী ভাবে তা করতে হবে জেনে নিন। 

  • 4/7

আপনার আধার কার্ডের মাধ্যমে কতগুলি সিম চালু করা হয়েছে তা জানতে প্রথমে TAFCOP-এর ওয়েবপোর্টালে যেতে হবে। 
 

  • 5/7

https://tafcop.dgtelecom.gov.in-এর মাধ্যমে আপনি ওয়েবসাইটি অ্যাকসেস করতে পারেন। ওয়েবসাইটটি খোলার পর সেখানে আপনাকে মোবাইল নম্বরটি দিতে হবে এবং ওটিপির জন্য রিকোয়েস্ট করতে হবে। 

  • 6/7

এরপর আপনার কাছে আসবে ওটিপি। এরপর আপনি সাইন ইন করতে পারেন। তারপরেই আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত সমস্ত মোবাইল নম্বরের তালিকা আপনাকে দেখান হবে। 
 

  • 7/7

যে নম্বর এই মুহূর্তে ব্যবহার করছেন না সেটি আপনি বন্ধও করতে পারেন। তবে আপাতত এই পরিষেবা শুধু তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে চালু রয়েছে। আগামিদিনে অন্যান্য রাজ্যেও এটি চালু করা হবে।  

Advertisement
Advertisement