Advertisement

টেক

হ্যাকিংয়ের থেকে বাঁচতে এখনই মোবাইল থেকে ডিলিট করুন এই অ্যাপগুলি

Aajtak Bangla
  • 25 May 2021,
  • Updated 7:53 AM IST
  • 1/6

কোন কোন অ্যাপ ব্যবহার করলে মোবাইল হ্যাক হতে পারে, তা নিয়ে সম্প্রতি একটি গবেষণা করে Check Point Reserch। তাদের তরফে অ্যাপের একটি তালিকাও বানানো হয়েছে। যেগুলি ক্ষতিকারক। এই তালিকায় রয়েছে বেশ কিছু জনপ্রিয় অ্যাপও। 

  • 2/6

Check Point Reserch-এর দাবি এই অ্যাপগুলি আপনার মোবাইলে থাকলে সহজেই হ্যাকাররা মোবাইলে হানা দিতে পারে। হাতিয়ে নিতে পারে আপনার প্রয়োজনীয় ও গোপন নথি। আর তা ফাঁসও করে দেওয়া যায় সহজেই। 

  • 3/6

 অ্যাস্ট্রোলজি, ট্যাক্সি সার্ভিস ও স্ক্রিন রেকর্ডিং ক্যাটাগরির বেশ কয়েকটি অ্যাপকে ক্ষতিকারক বলে ঘোষণা করেছে Check Point Reserch। Astro Guru, T’Leva ও Logo Maker এই ক্ষতিকারক অ্যাপের তালিকায় রয়েছে। 

  • 4/6

Check Point Reserch জানিয়েছে এই অ্যাপগুলি থেকে আপনার ফোন নম্বর, ইমেল আইডি, পাশওয়ার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, জন্ম তারিখ, ডিভাইস লোকেশনের মতো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হতে পারে। 

  • 5/6

এই অ্যাপগুলি রিয়েল টাইম ডেটাবেসের সঙ্গে যুক্ত থাকে। তাই হ্যাকিংয়ের সম্ভাবনা বেশি। যেমন T’Leva অ্যাপের ডেটাবেসে একটা মাত্র রিকোয়েস্ট পাঠালে ইউজারের অনেক তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব। 

  • 6/6

এই অ্যাপগুলি রিয়েল টাইম ডেটাবেসের সঙ্গে যুক্ত থাকে। তাই হ্যাকিংয়ের সম্ভাবনা বেশি। যেমন T’Leva অ্যাপের ডেটাবেসে একটা মাত্র রিকোয়েস্ট পাঠালে ইউজারের অনেক তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব। 

Advertisement
Advertisement