ট্যুইটারে এবার সরাসরি পাঠানো যাবে মেসেজও? ট্যুইটার কিনে নেওয়ার পরে এলন মাস্কের পরিকল্পনা তেমনই। end-to-end encryption ধাঁচে সম্ভবত ট্যুইটারে সরাসরি মেসেজ পাঠানো যাবে। এই মেসেজ যে পাঠাবেন এবং যিনি দেখবেন তাঁদের মধ্যেই ব্যক্তিগত থাকবে।
তৃতীয় পক্ষ থেকে কেউ এই মেসেজ দেখতে পারবেন না। জানা গিয়েছে, মাস্ক Signal অ্যাপের মতো ট্যুইটারে অনেক পরিবর্তন আনতে চাইছেন। এর প্রথম পদক্ষেপই হল end-to-end encryption পদ্ধতিতে ট্যুইটারে মেসেজ পাঠানো।
এর আগেও মাস্ক সকলকে হোয়াটসঅ্যাপের বদলে Signal অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। আর এতেই মার্ক জুকেরবার্গের সঙ্গে তাঁর দ্বন্দ্বের সূত্রপাত।
যদিও ট্যুইটার কেনার পর থেকেই এখনও পর্যন্ত কোনও কিছু নিয়ে ট্যুইট করেননি মাস্ক। কিন্তু ট্যুইটারে যে তিনি অনেক বদল আনবেন এমনটা অনুমান অনেকের।
এর আগে বৃহস্পতিবার একটি ট্যুইট করেছিলেন Elon Musk। সেখানে তিনি বলেন, "টুইটার ডিএম-এর সিগন্যালের মতো end to end encryption থাকা উচিত, যাতে কেউ আপনার মেসেজ হ্যাক করতে না পারে,"
তবে মাস্ক ট্যুইটার কেনার পর থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। টুইটার কিনতে মাস্ক ৪৪ বিলিয়ন ডলার খরচ করেছেন তিনি।
ইলন মাস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ফোর্বস অনুসারে, তার মোট সম্পদ ২৬৯.৭ বিলিয়ন ডলার।
তার রকেট কোম্পানি SpaceX এর মূল্য ৭৪ বিলিয়ন ডলার। এটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে তহবিল পেয়েছে এবং নাসার সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করেছে।