Advertisement

টেক

Facebook And Instagram Blue Tick : Facebook-Instagram আর ফ্রি নয়? হাজার টাকার প্ল্যান লঞ্চ জুকারবার্গের

Aajtak Bangla
  • দিল্লি,
  • 20 Feb 2023,
  • Updated 3:58 PM IST
  • 1/6

লঞ্চ করা হয়েছে Meta Verified। মেটার সিইও মার্ক জুকারবার্গ এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। এটি সংস্থার সাবস্ক্রিপশন মডেল, যার জন্য ইউজারদের প্রতি মাসে প্রায় ১,০০০ টাকা চার্জ দিতে হবে বলে জানিয়েছে মার্ক জুকারবার্গ। ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য এই চার্জ আরোপ করা হবে। এক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন উঠছে, তবে কি ফেসবুক বা ইনস্টাগ্রাম আর ফ্রি থাকবে না? আর এটা যদি বিনামূল্যে থাকে, তাহলে কোন চার্জের কথা বলা হচ্ছে? 

  • 2/6

সম্প্রতি ব্লু সাবস্ক্রিপশনের কথা ঘোষণা করেছিল ট্যুইটার (Twitter)। এর মাধ্যমে ইউজাররা চার্জ গ্রহণ করে অতিরিক্ত সুবিধা নিতে পারবেন। এতে সবচেয়ে বড় সুবিধা হল নামের সামনে ব্লু টিক বা ভেরিফাইড ব্যাজ। অনেকে একে স্ট্যাটাস সিম্বল হিসেবে দেখছেন। এখন সংস্থাগুলি এরই সুবিধা নিচ্ছে।

  • 3/6

টুইটার দিয়ে শুরু করেছিলেন মাস্ক
এখনও পর্যন্ত ফেসবুক (Facebook)-ইনস্টাগ্রাম (Instagram) বা টুইটারে শুধুমাত্র উল্লেখযোগ্য ব্যক্তিদের ব্লু টিক দেওয়া হত। আসলে এটি সঠিক অ্যাকাউন্টের পরিচয়। কিন্তু এটি পরিবর্তন করার সময়, যাঁরা কোম্পানির সাবস্ক্রিপশন প্ল্যান নেবেন তাঁদের ব্লু টিক দেওয়ার কথা বলেন মাস্ক। 
 

  • 4/6

ফেসবুকে ব্লু টিকের জন্য চার্জ
এখন মেটাও একই ধরনের পরিকল্পনা ঘোষণা করেছে। এর মাধ্যমে ইউজাররা টাকা দিয়ে ব্লু টিক পেতে পারেন। তবে এর জন্য তাদের সরকার কর্তৃক জারি করা আইডি কার্ডও দেখাতে হবে। এটি বর্তমানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে চালু করা হয়েছে। এর জন্য সংস্থা প্রায় ১,০০০ টাকা চার্জ করছে। সংস্থা বলেছে যে এটি জাল অ্যাকাউন্টের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। টাকা পরিশোধ করে আইডি কার্ড ভেরিফাই করার পর ব্যবহারকারীর নামের সামনে একটি নীল টিক দেখা যাবে। এতে সঠিক অ্যাকাউন্ট সনাক্ত করা সহজ হয়ে উঠবে। আগামী সময়ে, এটি ভারতেও লঞ্চ করা হবে।

  • 5/6

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার কি ফ্রি থাকবে না?
ভারতে এখনও পেইড পরিষেবা আসেনি তবে কয়েক সপ্তাহের মধ্যে এটি দেশেও চালু হতে পারে। ভেরিফাইড পেইড সার্ভিস চালু হওয়ার পরও গ্রাহকরা আগের মতোই বিনামূল্যে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র নীল ব্যাজ পেতে চার্জ দিতে হবে। এমনকী যদি কোনও চার্জ না দেন, তাহলেও এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি আগের মতোই বিনামূল্যে থাকবে।
 

  • 6/6

তবে হয়ত আগামিদিনে কোম্পানি চার্জ-প্রদানকারী বা অর্থপ্রদানকারী ইউজারদের জন্য অতিরিক্ত ফিচার ঘোষণা করতে পারে বা অবৈতনিক ব্যবহারকারীদের নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি ব্যবহার করার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে পারে। যদিও সেটা অবশ্য বলবে ভবিষ্যত। তবে আপাতত কোনও চার্জ ছাড়াই ফেসবুক এবং ইন্সটা ব্যবহার করতে পারবেন ইউজাররা। 
 

আরও পড়ুন - বাংলার নয়া ট্রেন্ড 'ছবি-রাজনীতি', অস্ত্রও, সৌজন্য শিকেয়?

Advertisement
Advertisement