সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। কেন্দ্রের নয়া নিয়মে ফেক অ্যাকাউন্ট দেখলেই কড়া পদক্ষেপ নিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে।
এক রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রে নয়া নিয়ম ফেক অ্যাকাউন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্য়ুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে। ২৪ ঘণ্টার মধ্যে ফেক অ্যাকাউন্টগুলি মুছে ফেলতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে।
অনেক সময়ে কোনও জনপ্রিয় ব্যক্তি কিংবা সংস্থার নামেও ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়। সেই সব অ্যাকাউন্টও দ্রুত সরাতে হবে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে।
নয়া নিয়মে বলা হয়েছে, কোনও অভিযোগ পাওয়ার পরেই ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। কোনও অভিনেতা, রাজনীতিবিদ কিংবা অন্য কোনও জনপ্রিয় ব্যক্তির নামে অ্যাকাউন্ট খুলে কেউ যদি ফলোয়ার বাড়ানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে দ্রুত।
Times of India কে অফিসিয়ালরা জানিয়েছে, গ্রাহকদের নোটিফিকেশন পাওয়ার পরেই ১ দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে।
সোশ্য়াল মিডিয়া ক্রাইম কিংবা ফলোয়ার বাড়ানোর জন্য ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ হামেশাই আসে। এবার সেই সব অ্যাকাউন্ট সামনে এলেই সঙ্গে সঙ্গে তা সরিয়ে নেওয়া হবে।