Advertisement

টেক

FAU-G ডাউনলোডে রেকর্ড! জায়গা করে নিল Google Play Store-এ টপ ফ্রি গেমে

Aajtak Bangla
  • 29 Jan 2021,
  • Updated 9:22 AM IST
  • 1/6

FAUG লঞ্চ হতেই নতুন রেকর্ড করল। জানা যাচ্ছে, প্লে স্টোরে টপ ফ্রি গেমিং অ্যাপ হয়েছে FAUG। পাবজির বিকল্প হিসাবে এই গেমটিকে ভাবা হচ্ছে। গেমটির হয়ে প্রচার করেছেন অক্ষয় কুমার।

  • 2/6

FAUG গেমটি ব্যাঙ্গালুরুর কোম্পানি nCore তৈরি করেছে। গেমটি এত জনপ্রিয়তা অর্জন করেছে যে এটি চালু হওয়ার পর থেকে 5 মিলিয়নেরও বেশি বার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়েছে। প্লে স্টোরে এর রেটিংটিও ভাল। তবে আইফোন ইউজারদের জন্য গেমটি এখনও চালু হয়নি। আশা করা হচ্ছে খুব দ্রুত এটি চাল হবে।

  • 3/6

গেম প্লে নিয়ে গেমারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। গেম প্লের সময়ে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন গেমার। আবার কয়েক জনের কাছে গেমটির গ্রাফিক্স দুর্দান্ত।

  • 4/6

কয়েকজনের দাবি, গোটা গেমটিতে কোনও বন্দুকই নেই। এমন হতে থাকলে গেমটি বাকিদের তুলনায় পিছিয়ে পড়বে। বিশেষ করে পাবজির থেকে।

  • 5/6

nCore গেমসের পক্ষ থেকে বলা হয়েছে, গেমটি আরও উন্নত করার কাজ চলছে। খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান হবে। 

  • 6/6

5v5 Team Deathmatch, Battle Royale এর মতো জনপ্রিয় মুডগুলি গেমটিতে দ্রুত আনা হবে বলে জানিয়েছে nCore গেম। তবে নির্দিষ্ট কোনও তারিখ বলা হয়নি।

Advertisement
Advertisement