Advertisement

টেক

PUBG Mobile এর কায়দায় টিম ডেথম্যাচ অপশন এবার FAU-Gতে! জানুন বিশদে

Aajtak Bangla
  • 26 Feb 2021,
  • Updated 4:17 PM IST
  • 1/6

FAU-G গেম ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার এই ভারতীয় গেমটিতে আসতে চলেছে মাল্টিপ্লেয়ার টিম ডেথ ম্যাচ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ট্যুইট করেছেন গেমটির অন্যতম উদ্যোক্তা অভিনেতা অক্ষয় কুমার। তিনি বলেন, নিজের বন্ধুদের সঙ্গে খেলার জন্য তৈরি থাকুন।

  • 2/6

মাল্টিপ্রেয়ার পাবজি মোবাইলে বেশ জনপ্রিয় ছিল। এই অপশনে বন্ধুদের সঙ্গে গেম খেলার সুযোগ থাকত। এবার তেমনই অপশন আসতে চলেছে ফৌজিতে। 

  • 3/6

২৬ জানুয়ারি গেমটি লঞ্চ করে। পাবজি নিষিদ্ধ হওয়ার পরে এই গেমটিকে ঘিরে অনেক আগ্রহ বেড়েছি সবার মনে। বর্তমানে এই গেমটির রেটিং কমে হয়েছে৩.১।

  • 4/6

গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সৈন্যদের মধ্যে বিবাদ নিয়ে এই গেমটির প্রথম এপিসোড তৈরি করা হয়েছে। পরে আরও এপিসোড আসার কথা রয়েছে। 

  • 5/6

গেমটি লঞ্চ হলেও এখন পাবজির জায়গা নিতে পারেনি। ব্যবহারকীদের সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে অনেকে নেগেটিভ রিভিউ দিয়েছে

  • 6/6

জানা গিয়েছি, গেমটিতে আরও কাজ চলছে। আগামী কয়েকদিনের মধ্যে মাল্টিপ্লেয়ার অপশন চলে আসতে চলেছে। ভবিষ্যতে ব্যাটস ব়য়্যাল মুডও চলে আসবে এই গেমটিতে।

Advertisement
Advertisement