Advertisement

টেক

Facebook-এ সাবধান! ছড়াচ্ছে এই ভাইরাস, কীভাবে মিলবে রেহাই?

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 11 Aug 2021,
  • Updated 2:20 PM IST
  • 1/7

ফেসবুক ব্যবহারকারীরা সাবধান। সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে নতুন একটি ম্যালওয়াল, যার ফলে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা ফেসবুক অ্যাকাউন্টের। এই ম্যালওয়ারটির নাম FlyTrap।

  • 2/7

জানা গিয়েছে, এখনও পর্যন্ত এর শিকার হয়েছে প্রায় ১০ হাজার ফেসবুক অ্যাকাউন্ট। বিভিন্ন দেশে ছড়াচ্ছে এই ম্যালওয়ার।

  • 3/7

নেটফ্লিক্স কুপন কোড, কিংবা অন্য কোনও অফার প্রথমে দেওয়া হয়। লোভে সেই অফার সিলেক্ট করে নেন অনেকেই।

  • 4/7

তারপরেই একটি ভুয়ো ফেসবুক পেজ দিয়ে, তাতে লগ ইন করতে বলা হয়। অসাবধানতা বশত অনেকেই সেটা লগ ইন করে ফেলেন। 

  • 5/7

তারপরেই হ্যাকাররা ওই ব্যবহারকারীর সমস্ত তথ্য হাতিয়ে নেয়। এমনকি ফেসবুকও খুলে ফেলতে পারেন।

  • 6/7

এই জন্য কোনও অচেনা অ্যাপ কিংবা থার্ড পার্টি অ্যাপ থেকে ফেসবুক লগ ইন না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

  • 7/7

ফেসবুক ঠিক রাখতে মাঝেমধ্যে পাসওয়ার্ড পরিবর্তন কিংবা টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেম সক্রিয় রাখা প্রয়োজন।

Advertisement
Advertisement