অবিশ্বাস্য দামে লঞ্চ হল Gionee M12 স্মার্টফোন। জানা গিয়েছে, Gionee-র এই বাজেট স্মার্টফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির এইচডি প্লাস LCD পাঞ্চ হোল ডিসপ্লে। ছবি সংস্থার টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।
আপাতত দুরকম স্টোরেজে লঞ্চ হয়েছে এই ফোন, ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ এবং ৬ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ। ছবি সংস্থার টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।
এই ফোনে রয়েছে Android 10A অপারেটিং সিস্টেম, সঙ্গে MediaTek Helio P22 এবং Helio A25 চিপসেট। ছবি সংস্থার টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।
এই ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের দুটি ডেপ্ত সেন্সর। এর সঙ্গে সেলফির জন্য রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ছবি সংস্থার টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।
এই ফোনে রয়েছে ৫১০০ mAh-এর ব্যাটারি। আপাতত নাইজেরিয়ায় লঞ্চ করেছে Gionee M12 স্মার্টফোন। সে দেশে এই ফোনের যা দাম রাখা হয়েছে সেই হিসাবে ভারতীয় মুদ্রায় Gionee M12-এর দাম শুরু হচ্ছে প্রায় ১৩,৩০০ টাকা থেকে। ছবি সংস্থার টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।