Advertisement

টেক

অবিশ্বাস্য দামে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা! লঞ্চ হল Gionee M12

Aajtak Bangla
  • 21 Nov 2020,
  • Updated 7:26 PM IST
  • 1/5

অবিশ্বাস্য দামে লঞ্চ হল Gionee M12 স্মার্টফোন। জানা গিয়েছে, Gionee-র এই বাজেট স্মার্টফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির এইচডি প্লাস LCD পাঞ্চ হোল ডিসপ্লে। ছবি সংস্থার টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।

  • 2/5

আপাতত দুরকম স্টোরেজে লঞ্চ হয়েছে এই ফোন, ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ এবং ৬ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ। ছবি সংস্থার টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।

  • 3/5

এই ফোনে রয়েছে Android 10A অপারেটিং সিস্টেম, সঙ্গে MediaTek Helio P22 এবং Helio A25 চিপসেট। ছবি সংস্থার টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।

  • 4/5

এই ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের দুটি ডেপ্ত সেন্সর। এর সঙ্গে সেলফির জন্য রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ছবি সংস্থার টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।

  • 5/5

এই ফোনে রয়েছে ৫১০০ mAh-এর ব্যাটারি। আপাতত নাইজেরিয়ায় লঞ্চ করেছে Gionee M12 স্মার্টফোন। সে দেশে এই ফোনের যা দাম রাখা হয়েছে সেই হিসাবে ভারতীয় মুদ্রায় Gionee M12-এর দাম শুরু হচ্ছে প্রায় ১৩,৩০০ টাকা থেকে। ছবি সংস্থার টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।

Advertisement
Advertisement