ভারতীয় ইউজারদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির Netflix। ভারতে দু'দিনের জন্য বিনামূল্যে সমস্ত প্রিমিয়াম পরিষেবা দেওয়ার ঘোষণা করেছে Netflix। Netflix-এর স্ট্রিম ফেস্টের (StreamFest) অধীনে এই সুবিধা পাবেন ভারতীয় ইউজাররা।
মনে করা হচ্ছে, এই ‘স্ট্রিমফেষ্ট’ (StreamFest) অফারটি আসলে ভারতে এই মার্কিন সংস্থাটির ইউজার বৃদ্ধির একটি কৌশল। ভারতে এই বিশেষ অফারের প্রতিক্রিয়া দেখার পর Netflix বিশ্বের অন্যান্য দেশগুলিতেও এই ‘স্ট্রিমফেষ্ট’ চালু করতে পারে।
এই ‘স্ট্রিমফেষ্ট’ (StreamFest) চলাকালীন, ভারতের যে কেউ Netflix-এর প্রিমিয়াম কনটেন্ট দেখতে পারেন একেবারে বিনামূল্যে! এর জন্য তাঁদের কোনও কার্ড নম্বরও (ডেবিট বা ক্রেডিট কার্ড) দিতে হবে না। শুধুমাত্র নিজের ইমেল আইডি বা নম্বর দিয়ে সাইন আপ করতে হবে।
চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে Netflix-এর আয় বেশ কিছুটা কমেছে। যেখানে প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকে যথাক্রমে ১৫.৭ মিলিয়ন এবং ১০.৯ মিলিয়ন নতুন গ্রাহক Netflix-এর সাবস্ক্রিপশন নিয়েছেন, সেখানে তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার নতুন গ্রাহক সংখ্যা মাত্র ২.২ মিলিয়ন। তাই বছরের শেষ ত্রৈমাসিকে নিজেদের ইউজারবেসরাহক সংখ্যা বাড়াতে উদ্যোগী হয়েছে Netflix।
আগামী ৫ ও ৬ নভেম্বর, এই ৪৮ ঘণ্টা ভারতের যে কেউ Netflix-এর সমস্ত প্রিমিয়াম কনটেন্ট দেখতে পারেন একেবারে বিনামূল্যে! এর জন্য শুধুমাত্র নিজের বৈধ ইমেল আইডি বা নম্বর দিয়ে সাইন আপ করতে হবে।
স্মার্ট টিভি, কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোন— যে কোনও ডিভাইস থেকেই Netflix-এর প্রিমিয়াম কনটেন্ট দেখা যাবে এই দু’দিন।