Advertisement

টেক

গল্প নয়, বাস্তব! এবার Google Drive ইন্টারনেট ছাড়াই

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 04 Sep 2021,
  • Updated 8:38 PM IST
  • 1/6

এখন অফলাইনেও গুগল ড্রাইভ ব্যবহার করা যাবে। সম্প্রতি নিজেদের ব্লগে এমনটাই ঘোষণা করেছে এই সংস্থা। ব্যবহারকারীরা এখন পিডিএফ, অফিস ফাইল এবং ছবি অফলাইনে অ্যাক্সেস করতে পারবেন।

  • 2/6

২০১৯ সালে গুগল এই ফিচার নিয়ে পরীক্ষা চালু করেছিল। তখন কিছু সংখ্যক ব্যবহারকারীকে এই ফিচার দেওয়া হয়েছিল। তবে এবার সকলের জন্য এই ফিচার উন্মুক্ত করে দিচ্ছে গুগল। ফলে অফলাইনেই পিডিএফ, ছবি এবং মাইক্রোসফট অফিস ডকুমেন্ট খুলতে পারবেন সকলে। 

  • 3/6

এর জন্য ডেস্কটপে প্রথমে গুগল আগে থেকেই ইনস্টল করে রাখতে হবে। সেই সঙ্গে গুগল ড্রাইভ সেস্টিংসে 'অফলাইন' অ্যাক্সেস দিয়ে রাখতে হবে। 

  • 4/6

এই ফিচারটি গুগল ওয়ার্কস্পেস গ্রাহক, ক্লাউড আইডেন্টিটি ফ্রি, ক্লাউড আইডেন্টিটি প্রিমিয়াম, জি স্যুট বেসিক এবং ব্যাবসায়িক গ্রাহকেদর জন্য জারি করেছে। এর পাশাপাশি ব্যক্তিগত অ্যাকাউন্টধারীদের জন্যও এই ফিচার নিয়ে আসা হয়েছে। 
 

  • 5/6

তবে সবধরনের ক্ষেত্রে অফলাইন মুড যে থাকবে, সেটা কিন্তু নয়। একমাত্র পিডিএফ, অফিস ফাইল এবং ছবি অফলাইনে অ্যাক্সেস করা যাবে। 

  • 6/6

গুগল ড্রাইভে ১৫ জিবি ফ্রি স্টোরেজ ফুরিয়ে গেলেও ব্যবহারকারীরা অতিরিক্ত স্টোরেজ কিনতে পারবেন।  এর জন্য মাসিক ও বার্ষিক প্ল্যান রিচার্জ করতে হবে। 


 

Advertisement
Advertisement