Advertisement

টেক

লুকিয়ে কে আপনার FB প্রোফাইল দেখছে? জানুন এভাবে

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 10 Dec 2021,
  • Updated 3:21 PM IST
  • 1/9

অনেকেই আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেন চুপিসারেই। ফেসবুকে যেহেতু প্রোফাইল ভিউ কিংবা রিসেন্ট ভিজিটর অপশন নেই, তাই জানার উপায় নেই যে কারা প্রোফাইলে উঁকি মারছেন! অথবা কেউ আপনার প্রোফাইলে লুকিয়ে ভিজিট করছে কি না।

  • 2/9

কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল কে গোপনে দেখছেন, তা খুঁজে বের করতে আপনি কিছু পদ্ধতি ব্যবহার করতে পারেন। যদিও অনেক বিশেষজ্ঞ এই পদ্ধতিটিকে ফুলপ্রুফ বলে মনে করেন না, তবে এই পদ্ধতিটি আপনাকে আপনার প্রোফাইল ভিজিটরের তথ্য পেতে সাহায্য করে। 

  • 3/9

Facebook খুলে প্রথমে হোম পেজে যান। সেখানে গিয়ে রাইট ক্লিক করে 'view page source' সিলেক্ট করুন।
 

  • 4/9

 একটি কোড দেওয়া পেজ খুলবে। যা দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। জানবেন এই কোডেই থাকে সব তথ্য।
 

  • 5/9

এরপর CTRL+F প্রেস করুন। পেজের উপরে একটি ছোট বক্স খুলবে। BUDDY_ID লিখে সার্চ করুন৷ 

  • 6/9

এতে আপনার অনেকগুলো ফেসবুক আইডি থাকবে। BUDDY ID ছাড়াও, এমন ব্যবহারকারীদের নামও থাকবে যারা আপনার প্রোফাইল ভিজিট করেছেন।
 

  • 7/9

BUDDY ID ছাড়াও আরও বেশ কিছু কোড রয়েছে, যার মাধ্যমে আপনিও আপনার প্রোফাইল ভিজিটারদের খুঁজে বের করতে পারবেন।

  • 8/9

তবে পুরো পদ্ধতিতে কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্যা  না নিলেও হবে। তবে অনেক থার্ড পার্টি অ্যাপ দায়িত্ব নেয় ভিজিটর খুঁজে নেওয়ার বিষয়ে।
 

  • 9/9

এর মধ্যে বেশ কিছু ফেকও থাকতে পারে। ফলে পুরো বিষয়টিতে সাবধানে এগোনো উটিত।
 

Advertisement
Advertisement