Advertisement

টেক

পাঠানোর ৫ ঘণ্টা পরেও ডিলিট করা যাবে WhatsApp মেসেজ! জানুন উপায়

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 03 Sep 2021,
  • Updated 3:02 PM IST
  • 1/7

হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠালে খুব সহজেই সেটা ডিলিট করে দেওয়া যায়। এর ফলে যাঁকে মেসেজ পাঠিয়েছেন, সে নিজেও মেসেজটি পড়তে পারেন না। কিন্তু এই মেসেজ ডিলিট পাঠানোর ১ ঘণ্টার মধ্যেই করা হয়। তারপরে আর করা যায় না।

  • 2/7

কিন্তু মেসেজ পাঠানোর ৪-৫ ঘণ্টা কিংবা তার পরে ডিলিট করা যায়। এর জন্য একটি পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি মানলে সহজেই মেসেজ ডিলিট করা যাবে পাঠানোর কয়েকঘণ্টা পরে। 

  • 3/7

এই পদ্ধতির জন্য কিছু স্টেপ রয়েছে। প্রথমে মোবাইলের ডেটা কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশন অফ করতে হবে। তারপরে ফোনটি ফ্লাইং মুডে দিতে হবে।

  • 4/7

এর পরে মোবাইলের অ্যাপ ইনফো অপশনে যেতে হবে। সেখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলতে হবে। তার পরে ফোর্স স্টপ অপশনে ক্লিক করতে হবে। 

  • 5/7

এরপরেই আপনার মোবাইলের সময় পরিবর্তন করতে হবে। যদি ধরা যায়, আপনি কাউকে ১০ টার সময়ে মেসেজ করেছে। এখন ২টো বাজে। এখন মেসেজ ডিলিট করতে চাইছেন। স্বাভাবিক ভাবে হোয়াটসঅ্যাপের নিয়মে মেসেজ ডিলিট হবে না।

  • 6/7

এখন অ্যাপ ইনফো দেখে বেরিয়ে মোবাইলের সময় ১১টা করে দিতে হবে। এতে হোয়াটসঅ্যাপের কাছে দেখাবে আপনি মেসেজ মাত্র ১ ঘণ্টা আগেই করেছেন। 

  • 7/7

এরপরে মোবাইলে ফ্লাইড মুড সরিয়ে দিতে হবে। নেট কানেকশন চালু করে পুনরায় হোয়াটসঅ্যাপ খুলতে হবে। তখন আপনি ওই মেসেজটি পাঠানোর ৪ ঘণ্টা পরেও ডিলিট করতে পারবেন। 

Advertisement
Advertisement